Ajker Patrika

পুলিশ কনস্টেবল হত্যা মামলা: ছাত্রদল নেতা আমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্যসচিব আমানউল্লাহ আমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের কাছে তিনি স্বীকারোক্তি দেন।

দুই দফা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তরিকুল ইসলাম ছাত্রদল নেতা আমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আবেদন করেন।

পরে আদালত স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণ করে আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৬ নভেম্বর আমানকে গ্রেপ্তার করা হয় এবং ৭ তারিখে প্রথম রিমান্ডে দেওয়া হয়। রিমান্ড থেকে ফেরত আসার পর আবারো তাকে রিমান্ডে নেওয়া হয়।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দুপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হলে এক পর্যায়ে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষ চলাকালে ফকিরাপুলের বক্স কালভার্ট রোড এলাকায় পুলিশ কনস্টেবল আমিরুলকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির অন্যান্য শীর্ষ নেতাসহ ১৬৪ জনকে এই মামলায় আসামি করা হয়।

জানা গেছে, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আমান স্বীকার করেছেন তিনি পুলিশ কনস্টেবল আমিরুলকে হত্যার সময় নেতৃত্ব দেন। কার নির্দেশে তারা পুলিশকে হত্যা করেছে তাও বলেছেন। তবে তদন্তের স্বার্থে সূত্রটি নামগুলো প্রকাশ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত