নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পার হলেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেনি অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে আজ বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ’২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতরা।
আজ সকালে শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ‘জুলাই সনদ দিয়ে দে, নইলে গদি ছাইড়া দে’, ‘আমরা সবাই জুলাই সেনা, ভয় করি না বুলেট বোমা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এসব স্লোগান দিতে থাকেন।
ঢাকাসহ দেশের অন্যান্য জেলা থেকে আসা শহীদ পরিবার ও আহতরা জুলাই ঘোষণাপত্রের দাবিকে এই মুহূর্তে তাদের প্রথম দাবি হিসেবে দাবি করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাথায় আঘাত লেগে আহত হন শাহ আলম (৪৫) নামের একজন। শাহবাগের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে শাহ আলম আজকের পত্রিকাকে জানান, ‘৫ আগস্ট বিজয়নগরে আন্দোলনের সময় মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। তাঁর চিকিৎসা এখনো চলমান।’
তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আবার কখনো ফ্যাসিবাদী সরকার ফিরে এলে তাদের জীবননাশের আশঙ্কা তৈরি হবে। জুলাই ঘোষণাপত্র ও রাষ্ট্রীয় স্বীকৃতিকে এই মুহূর্তে তাঁদের প্রধান দাবি হিসেবে উল্লেখ করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পার হলেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেনি অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে আজ বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ’২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতরা।
আজ সকালে শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ‘জুলাই সনদ দিয়ে দে, নইলে গদি ছাইড়া দে’, ‘আমরা সবাই জুলাই সেনা, ভয় করি না বুলেট বোমা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এসব স্লোগান দিতে থাকেন।
ঢাকাসহ দেশের অন্যান্য জেলা থেকে আসা শহীদ পরিবার ও আহতরা জুলাই ঘোষণাপত্রের দাবিকে এই মুহূর্তে তাদের প্রথম দাবি হিসেবে দাবি করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাথায় আঘাত লেগে আহত হন শাহ আলম (৪৫) নামের একজন। শাহবাগের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে শাহ আলম আজকের পত্রিকাকে জানান, ‘৫ আগস্ট বিজয়নগরে আন্দোলনের সময় মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। তাঁর চিকিৎসা এখনো চলমান।’
তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আবার কখনো ফ্যাসিবাদী সরকার ফিরে এলে তাদের জীবননাশের আশঙ্কা তৈরি হবে। জুলাই ঘোষণাপত্র ও রাষ্ট্রীয় স্বীকৃতিকে এই মুহূর্তে তাঁদের প্রধান দাবি হিসেবে উল্লেখ করেন তিনি।
ঠাকুরগাঁওয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারনির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন ব্যবসায়ীরা—এমন অভিযোগ করেছেন কৃষকেরা। বাজারে টিএসপি, ডিএপি ও এমওপি সারের পর্যাপ্ত মজুত থাকলেও অধিকাংশ দোকানে এসব সার মিলছে না নির্ধারিত দামে। অনেকে রসিদ না দিয়েই বাড়তি মূল্য নিচ্ছেন।
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় উদ্ধার করা ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) খালের একাংশ দখল করে দোকান বসানো হয়েছে। পাশের কয়েকটি ভবনের মালিক এসব দোকান বসিয়ে ভাড়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফলে খালটি আবার সংকুচিত হতে শুরু করেছে। এতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা।
৫ ঘণ্টা আগেবিস্তৃত মাঠজুড়ে ইটের স্তূপ। কোথাও কাদাপানিতে ভরা গর্ত; আবার কোথাও পোঁতা বাঁশের খুঁটি। দেখে বোঝার উপায় নেই, এটি স্টেডিয়াম। চাঁপাইনবাবগঞ্জের ছয় দশকের পুরোনো ঐতিহ্যবাহী স্টেডিয়াম ঘুরে এমন চিত্র দেখা গেছে। দেড় মাসব্যাপী মেলার আয়োজন শেষে মাঠ খুঁড়ে রেখে এভাবেই ফেলে গেছে আয়োজকেরা
৬ ঘণ্টা আগেবরিশাল সদর উপজেলার কাশিপুরে লিটন সিকদার (৩৮) নামের এক সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে বাড়িতে আটকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় লিটনের ভাই, বোন ও মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাঁদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে