Ajker Patrika

উপজেলা পরিষদে তালা দেওয়া ছাত্রদল নেতার ঘরে তালা ঝোলাল ছাত্রলীগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২০: ০৮
উপজেলা পরিষদে তালা দেওয়া ছাত্রদল নেতার ঘরে তালা ঝোলাল ছাত্রলীগ

বিএনপি ও এর সমমনা দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন ঢাকার সাভার উপজেলা পরিষদের গেটে তালা ঝুলিয়ে ফেসবুকে লাইভ করেছেন এক ছাত্রদল নেতা। পরে সেই ছাত্রদল নেতার ঘরেই তালা দিয়েছেন সাভারের ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

আজ বৃহস্পতিবার ভোরে সজীব রায়হান নামের ফেসবুক আইডি থেকে ১০ মিনিট ৩১ সেকেন্ডের ওই লাইভ ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। লাইভ ভিডিওতে যেই যুবককে দেখা গেছে, তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্যসচিব সজীব রায়হান। 

পরে বিষয়টি জানতে পেরে দুপুরে সজীব রায়হানকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর ঘরে তালা দিয়েছেন সাভার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাভারের বক্তারপুরে ছাত্রদল নেতার বাড়ির সামনে হাজির হয়ে এলাকাবাসীকে ডেকে নেন ছাত্রলীগ নেতারা। তখন ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর, সাভার উপজেলা, সাভার পৌরসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

ভিডিওতে দেখা গেছে, ছাত্রদল নেতা সজীব বিএনপি নেতাদের ছবিসংবলিত একটি ব্যানার উপজেলা পরিষদের ফটকে ঝুলিয়ে তালা দিচ্ছেন। আরেকজন মোবাইল ফোনে এই ভিডিও ধারণ করছেন। পরবর্তীকালে লাইভ ভিডিও চলাকালীন একটি মোটরসাইকেলে উঠে দ্রুত উপজেলা চত্বর ত্যাগ করেন ওই ছাত্রদল নেতা ও তাঁর সহযোগী। 

এ সময় মোটরসাইকেলের ওপর থেকেই লাইভে ছাত্রদল নেতা সজীব বলেন, ‘অবরোধের দ্বিতীয় দিনে আজকে সাভার উপজেলা পরিষদের প্রধান ফটকে জাতীয়তাবাদী ছাত্রদল এই মুহূর্তে তালা লাগিয়ে দিয়েছে। ওবায়দুল কাদের আপনাকে বলতে চাই, আপনারা এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে চাচ্ছেন না। আপনারা অতি শিগগিরই, দ্রুত পদত্যাগ করুন।’ 

ভিডিওতে সজীব সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবকে চ্যালেঞ্জ করে বলেন, ‘দেশের জনগণের প্রায় এক লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সাভারে ৪০টা বাড়ি করেছেন, গাড়ি করেছেন। এর হিসাব আপনাকে দিতে হবে।’ 

লাইভে তিনি আরও বলেন, ‘দেশনেতা তারেক রহমানের এক দফা দাবি মেনে নিয়ে, গণতান্ত্রিকভাবে জনগণের পাশে দাঁড়ান। তাতেই হয়তো আপনার মঙ্গল হবে, দেশের মানুষ আপনাকে ক্ষমা করবে।’ 

এদিকে সজীবের ঘরে তালা ঝোলানোর সময় এলাকাবাসীর উদ্দেশে সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, ‘আমরা যারা এখানে বসবাস করি আমরা শান্তিপ্রিয় লোক। যখন এই আগুন-সন্ত্রাসীরা ঘর থেকে বের হতে পারবে না, তখন তারা আপনাদের ঘরে আগুন দেবে। আগুন দিয়ে বলবে বাংলাদেশে সহিংসতা চলছে। বাইরে যখন আগুন দিতে পারবে না, তখন ঘরে ঘরে দেবে! এটা আমার এলাকা, আপনার এলাকা, আমাদের সবার এলাকা। একটি সরকারি অফিসে সে ব্যানার নিয়ে গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। সমস্ত উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পরিকল্পনা করছে।’ 

উপজেলা পরিষদের গেটের সামনে ছাত্রদল নেতা সজীব রায়হান। ছবি: সংগৃহীততিনি আরও বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে হয়তো তাকে এমন নির্দেশনা দিয়েছে। সে যদি বলে তুমি মানুষের ঘরে আগুন দিবা, তুমি মানুষকে পুড়িয়ে মেরে ফেলবা, সে তা-ই করবে। আমরা আজকে এই বাসায় তালা দেব। তালা দেওয়ার পরে এই বাসায় কেউ অবস্থান করতে পারবেন না। আপনারা এটা প্রতিহত করবেন।’

যে ভবনে তালা ও ব্যানার ঝোলানো হয়েছে তার দ্বিতীয় তলায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এবং সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের দাপ্তরিক কার্যালয় রয়েছে। 

এ বিষয়ে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব বলেন, ‘এটি একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির জন্য করা হয়েছে। ওই মাদকসেবী ভোরবেলা আইসা, ওগো নেতা আছে তারেক রহমান, সে নাকি শুধু ভিডিও পাঠাতে বলে। তো সেই ভিডিওতে আমাদের নামে বদনাম করলে, একটু ভালো বীর খেতাব পায়।’ 

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা পরিষদ ভবনের সামনের গেটের পাশে একটি ব্যানার ও একটি চাবিসহ তালা পড়ে থাকতে দেখে। পরে সেগুলো সংগ্রহ করে তারাই রেখে দিয়েছে বলে আমাকে জানানো হয়েছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে, তবে বিষয়টি আমরাও তদন্ত করে দেখছি, আসলে কী হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত