Ajker Patrika

সড়ক আটকে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের বিক্ষোভ, বঙ্গবাজারে যানজট

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৯: ৪৭
সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

বিগত সরকারের আমলে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে রাজধানীর বঙ্গবাজার এলাকায় সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী পুলিশ সদস্যরা। ফলে বঙ্গবাজার মোড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

আজ বুধবার দুপুর ২টায় পুলিশ সদর দপ্তরের সামনের সড়ক অবরোধে নামেন সাবেক এ পুলিশ সদস্যরা। এ সময় অনেকেই সড়কে বসে পড়েন এবং নানা ধরনের স্লোগান দেন।

সকাল থেকে সদর দপ্তরের সামনের ফুটপাতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে সড়ক অবরোধে নামেন তাঁরা।

আন্দোলনরত সাবেক পুলিশ সদস্যরা সড়কে নামলে সদর দপ্তরের গেটে প্রায় শতাধিক পোশাকধারী পুলিশ সদস্য অবস্থান নেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক বন্ধ থাকায় বঙ্গবাজার মোড় পর্যন্ত যানজট আরও তীব্র হয়।

ভুক্তভোগী পুলিশ পরিবারের সমন্বয়ক চাকরিচ্যুত এসআই রহমত উল্লাহ নাওসাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গত ছয় মাস ধরে আমাদের দাবি জানিয়ে আসছি। পুনর্বহালের কথা বলেও এখনো কোনো দৃশ্যমান সিদ্ধান্ত আসেনি। আদালত থেকে রায় পাওয়ার পরও আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আজ আবার অবস্থান কর্মসূচিতে নেমেছি। রাস্তা অবরোধ করেছি।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য পুলিশ সদর দপ্তর থেকে আমাদের কাছ থেকে ১ ঘণ্টা সময় নিয়েছে। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত