Ajker Patrika

কেন্দ্রীয় কারাগারে বন্দী ভারতীয় নাগরিকের ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ২১
কেন্দ্রীয় কারাগারে বন্দী ভারতীয় নাগরিকের ঢামেকে মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী কুনলিকা (৫৫) নামে এক ভারতীয় নাগরিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। 

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কারারক্ষীরা তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. নোকনুজ্জামান বলেন, ‘ওই বন্দী ভারতীয় নাগরিক। দুপুরে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান। তাঁর বাবার নাম শাম্মাদি।’

তবে তাঁর মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত