ঢামেক প্রতিবেদক
রাজধানীর হাতিরপুল থেকে শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) ভোর ৫টার দিকে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরপাড় পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরুল কবির।
তিনি বলেন, গত রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও বলেন, প্রথমে মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়।
এসআই এমরুল বলেন, মৃত ব্যক্তির নাম শাহীনুর রহমান আশু (৪২)। তাঁর বাবার নাম আবেদ আলী। গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতয়ালী থানার কাউনিয়া গ্রামে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই হাতিরপুল পুকুরপাড় এলাকায় ঘুরে বেড়াত। যে যা দিত, তাই খেতো। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
হাতিরপুল এলাকার আব্দুল আজিজ নামে এক মুদি ব্যবসায়ী বলেন, ওই ব্যক্তিকে গতকাল বুধবার সকাল থেকে রাস্তায় দেখা যাচ্ছিল। তাঁর পরনের ময়লা পোশাক দেখে তাঁকে ভবঘুরে মনে হচ্ছিল। অসুস্থ ছিলেন তিনি। এলাকার লোকজনই তাঁকে খাবার খাওয়াচ্ছিল। আজ সকালে জানতে পারি, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ওই ব্যক্তি।
রাজধানীর হাতিরপুল থেকে শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) ভোর ৫টার দিকে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরপাড় পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরুল কবির।
তিনি বলেন, গত রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও বলেন, প্রথমে মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়।
এসআই এমরুল বলেন, মৃত ব্যক্তির নাম শাহীনুর রহমান আশু (৪২)। তাঁর বাবার নাম আবেদ আলী। গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতয়ালী থানার কাউনিয়া গ্রামে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই হাতিরপুল পুকুরপাড় এলাকায় ঘুরে বেড়াত। যে যা দিত, তাই খেতো। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
হাতিরপুল এলাকার আব্দুল আজিজ নামে এক মুদি ব্যবসায়ী বলেন, ওই ব্যক্তিকে গতকাল বুধবার সকাল থেকে রাস্তায় দেখা যাচ্ছিল। তাঁর পরনের ময়লা পোশাক দেখে তাঁকে ভবঘুরে মনে হচ্ছিল। অসুস্থ ছিলেন তিনি। এলাকার লোকজনই তাঁকে খাবার খাওয়াচ্ছিল। আজ সকালে জানতে পারি, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ওই ব্যক্তি।
সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি অধ্যাপক ড. শামীমা তাসনীম বলেন, ‘কমিশনের সুপারিশগুলো মানুষের ব্যক্তি, সমাজ এমনকি রাষ্ট্রীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। আমার সঙ্গে আমার ভাইয়ের, স্বামীর সংঘাত তৈরি করলেন। অন্যদিকে সমাজে পতিতাবৃত্তি, সিংগেল মাদার—এগুলো বৈধ করে দিলেন। কাল যদি আমাদের ছাত্রীসমাজ টিউশনির পাশাপ
৩ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িত ও সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের আটটি জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা
৯ মিনিট আগেজুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই সহকারী রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ২ মাদক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোক্তাগীর আলম এ রায় দেন। একই সঙ্গে আসামিদের আরও ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার রায় দেওয়ার সময় আসামিরা
১২ মিনিট আগে