Ajker Patrika

সায়েদাবাদে ভোগান্তিতে যাত্রীরা, বাড়তি ভাড়া নিয়েও বাস ছাড়ছে দেরিতে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৫: ৫২
সায়েদাবাদে ভোগান্তিতে যাত্রীরা, বাড়তি ভাড়া নিয়েও বাস ছাড়ছে দেরিতে 

ঈদযাত্রায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাউন্টারগুলোতে শেষ মুহূর্তে চাপ বেড়েছে ঘরমুখী মানুষে। যাত্রীদের অসহায়ত্ব ও ঈদকে পুঁজি করে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কাউন্টারগুলোতে। যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়া নিলেও বাস সময়মতো আসছে না। 

আজ মঙ্গলবার দুপুরে সায়েদাবাদ ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, প্রত্যেক বাস কাউন্টারেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে রওনা দিচ্ছেন যাত্রীরা। 

বরিশালগামী মারুফ হাসান আজকের পত্রিকাকে জানান, বরিশালের কোনো টিকিট পাচ্ছেন না তিনি। দু-একটি কাউন্টারে পাওয়া গেলেও সেখানে ভাড়া দাবি করা হচ্ছে ১ হাজার টাকা। তিনি বলেন, ‘টিকিট পাচ্ছি না। বরিশাল যাব। ৫০০ টাকার ভাড়া ১০০০ চাচ্ছে।’ 

বরিশালগামী কয়েকটি বাস কাউন্টার ঘুরেও দেখা গেল, ভাড়া ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে। স্টার ডিলাক্সের কাউন্টারের বাইরে বরিশালের ভাড়া এক হাজার টাকা চাওয়া হয়। কাউন্টারের ভেতরে গিয়ে জিজ্ঞেস করলে স্টার ডিলাক্সের স্টাফ মো. রিয়ন জানান, ‘ভাড়া ৫৫০ টাকা।’ এ সময় বরিশালগামী এক যাত্রী বাসের সময় জানতে চাইলে কাউন্টার থেকে বলা হয়, বাস কখন আসবে, তারা জানেন না। 
 
পরিবারসহ নোয়াখালী যাচ্ছেন ইব্রাহিম। প্রতি টিকিট ১৫০ টাকা বাড়তি দিয়ে কিনতে বাধ্য হয়েছেন তিনি। আজকের পত্রিকাকে ইব্রাহিম বলেন, ‘নরমাল ভাড়া ৫০০ টাকা, কিন্তু এখন নিচ্ছে ৬৫০ টাকা। জিজ্ঞেস করছি বাড়তি কেন, বলছে ইদ উপলক্ষে। কী আর করব! পরিবার নিয়ে যেতেই হবে।’ 

কুমিল্লাগামী শরীফ আহমেদ জানিয়েছেন, কুমিল্লাগামী সব বাসেই ৫০ থেকে ১০০ টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আগে ভাড়া ছিল আড়াই শ, এখন ৩৫০ করে চাচ্ছে। বলছে, ঈদের কারণে ১০০ টাকা বাড়তি।’ 

ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী বাস তিশার স্টাফ রাসেল বলেন, ‘যাওয়ার সময় যাত্রী থাকলেও আসার সময় গাড়ি খালি আসে, তাই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আমাদের গ্যাসের টাকাটা তো ওঠাতে হবে।’

সায়েদাবাদে অনেককেই টিকিট কেটে বাসের জন্য অতিরিক্ত এক থেকে দেড় ঘণ্টাও অপেক্ষা করতে দেখা গেছে। চট্টগ্রামগামী যাত্রী শিপন রায় বেলা দেড়টায় আজকের পত্রিকা বলেন, ‘১২টায় টিকিট কেটেছি। গাড়ি ১টার দিকে আসার কথা, এখনো আসে নাই।’ 
 
বাস দেরিতে আসা প্রসঙ্গে সায়েদাবাদের বিভিন্ন বাস কাউন্টারগুলোর কাউন্টার ম্যানেজাররা জানিয়েছেন, অতিরিক্ত যানজটের কারণে বাস আসতে দেরি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত