Ajker Patrika

তুরাগে চুলার আগুনে বস্তির চারটি ঘর পুড়ে ছাই

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
তুরাগে চুলার আগুনে বস্তির চারটি ঘর পুড়ে ছাই

রাজধানীর তুরাগের গ্যাস সিলিন্ডারের চুলার আগুন থেকে একটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তুরাগের চন্ডালভোগ এলাকার নয়ন ক্যাশিয়ারের বস্তিতে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের বিষয়ে দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, চন্ডালভোগের একটি বস্তিতে রাত ৮টা ৪৩ মিনিটে অগ্নিকান্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে রাত ৯টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

তিনি বলেন, ওই বস্তিতে ২৪টি রুম রয়েছে। যার মধ্যে উজ্জল, জুয়েল, শাহিন ও তৌহিদ নামের চারজনের চারটি টিনশেড রুমে পুড়ে গেছে।

অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রসঙ্গে জানতে চাইলে আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্যাস সিলিন্ডারের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় চার লাখ টাকার আসবাবপত্র পুড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ডিএমপি’র তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকান্ডের বিষয়টি আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত