Ajker Patrika

শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত চলবে: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৫: ৩২
শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত চলবে: আপিল বিভাগ

আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলার তদন্ত চলতে বাধা নেই। এই মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শহিদুল আলমের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন। এর ফলে শহিদুল আলমের বিরুদ্ধে মামলার তদন্ত চলতে বাধা নেই বলে জানান আইনজীবীরা।

শহিদুল আলমের বিরুদ্ধে ২০১৮ সালের ৬ আগস্ট রমনা থানায় ওই মামলা হয়। সেই মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। বিচারিক আদালতে থাকা মামলার তদন্ত কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে শহিদুল আলম ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন। ওই সময় রুল জারি করে মামলার তদন্ত কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। 

রুল নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট। রায়ে রুল খারিজ করা হয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন শহিদুল আলম। আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত