Ajker Patrika

সাবেক সংসদ সদস্য বেনজীর ও তাঁর স্ত্রীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ। ফাইল ছবি
সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ। ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী সাহিনা আহমেদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের মামলা দায়েরে বিষয়টি নিশ্চিত করেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়।

দুদক মহাপরিচালক বলেন, ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর একটি ব্যাংক হিসাবে ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

তিনি বলেন, বেনজীর আহমেদের স্ত্রী সাহিনা আহমেদের বিরুদ্ধে ৯৭ লাখ ৪৭ হাজার ৩৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। এ মামলায় স্ত্রীর সঙ্গে স্বামী বেনজীর আহমেদকেও আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত