উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরার রাজউক মার্কেটে ‘বনফুল’ নামের একটি মিষ্টির দোকান আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে মার্কেটটি। আজমপুরের রাউজক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের নিচ তলার ওই মিষ্টির দোকানে গতকাল রোববার দিবাগত রাত ২টা ১৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ২টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের মার্কেট রক্ষা পেলেও পুড়ে ছাই হয়ে গেছে বনফুল।
এ বিষয়ে, আজ সোমবার বিকেলে দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রাত ২টা ১৮ মিনিটে রাজউক মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পাই। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ তলা মার্কেটের নিচ তলার বাইরের দিকের বনফুল নামের একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া নিচ তলার ছাদের নিচের ফলস সিলিংগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।’
অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ তাঁর দাবি, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পুরো রাজউক মার্কেট পুড়ে ছাই হয়ে যেত।’
নাম প্রকাশে অনিচ্ছুক রাজউক মার্কেটের একাধিক ব্যবসায়ীরা সোমবার বিকেলে আজকের পত্রিকাকে জানান, বনফুল থেকে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের নিচতলার আশপাশের দোকানের বাইরের ফলস সিলিংগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এই মার্কেটে একাধিক কেমিক্যাল গোডাউনসহ বিভিন্ন দাহ্য পদার্থের দোকান রয়েছে। যদি স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হতো, তাহলে পুড়ো মার্কেটের ভয়াবহ অবস্থা হতো।
সরেজমিনের ওই মার্কেটের মিষ্টির দোকানে গিয়ে দেখা যায়, দোকানটির সবকিছুই পুড়ে গেছে। পুড়ে যাওয়া মালামালগুলো সরাচ্ছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দোকানের এক কর্মী বলেন, ‘আমাদের মন মানসিকতা এমনিতেই ভালো না। আমরা এই মুহূর্তে কোনো কথা বলতে চাচ্ছি না।’
অগ্নিকাণ্ডের প্রসঙ্গে জানতে চাইলে রাউজক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন রতন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে শুধু বনফুল মিষ্টির দোকান পুড়ে গেছে। এতে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
রাজধানীর উত্তরার রাজউক মার্কেটে ‘বনফুল’ নামের একটি মিষ্টির দোকান আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে মার্কেটটি। আজমপুরের রাউজক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের নিচ তলার ওই মিষ্টির দোকানে গতকাল রোববার দিবাগত রাত ২টা ১৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ২টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের মার্কেট রক্ষা পেলেও পুড়ে ছাই হয়ে গেছে বনফুল।
এ বিষয়ে, আজ সোমবার বিকেলে দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রাত ২টা ১৮ মিনিটে রাজউক মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পাই। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ তলা মার্কেটের নিচ তলার বাইরের দিকের বনফুল নামের একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া নিচ তলার ছাদের নিচের ফলস সিলিংগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।’
অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ তাঁর দাবি, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পুরো রাজউক মার্কেট পুড়ে ছাই হয়ে যেত।’
নাম প্রকাশে অনিচ্ছুক রাজউক মার্কেটের একাধিক ব্যবসায়ীরা সোমবার বিকেলে আজকের পত্রিকাকে জানান, বনফুল থেকে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের নিচতলার আশপাশের দোকানের বাইরের ফলস সিলিংগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এই মার্কেটে একাধিক কেমিক্যাল গোডাউনসহ বিভিন্ন দাহ্য পদার্থের দোকান রয়েছে। যদি স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হতো, তাহলে পুড়ো মার্কেটের ভয়াবহ অবস্থা হতো।
সরেজমিনের ওই মার্কেটের মিষ্টির দোকানে গিয়ে দেখা যায়, দোকানটির সবকিছুই পুড়ে গেছে। পুড়ে যাওয়া মালামালগুলো সরাচ্ছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দোকানের এক কর্মী বলেন, ‘আমাদের মন মানসিকতা এমনিতেই ভালো না। আমরা এই মুহূর্তে কোনো কথা বলতে চাচ্ছি না।’
অগ্নিকাণ্ডের প্রসঙ্গে জানতে চাইলে রাউজক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন রতন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে শুধু বনফুল মিষ্টির দোকান পুড়ে গেছে। এতে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে টানা সাত দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এই শিক্ষকেরা। গতকাল শনিবার সন্ধ্যায় ভুখা মিছিলের ঘোষণা দেন তাঁরা।
৩৭ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
১ ঘণ্টা আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
১ ঘণ্টা আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
১ ঘণ্টা আগে