উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরার রাজউক মার্কেটে ‘বনফুল’ নামের একটি মিষ্টির দোকান আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে মার্কেটটি। আজমপুরের রাউজক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের নিচ তলার ওই মিষ্টির দোকানে গতকাল রোববার দিবাগত রাত ২টা ১৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ২টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের মার্কেট রক্ষা পেলেও পুড়ে ছাই হয়ে গেছে বনফুল।
এ বিষয়ে, আজ সোমবার বিকেলে দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রাত ২টা ১৮ মিনিটে রাজউক মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পাই। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ তলা মার্কেটের নিচ তলার বাইরের দিকের বনফুল নামের একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া নিচ তলার ছাদের নিচের ফলস সিলিংগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।’
অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ তাঁর দাবি, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পুরো রাজউক মার্কেট পুড়ে ছাই হয়ে যেত।’
নাম প্রকাশে অনিচ্ছুক রাজউক মার্কেটের একাধিক ব্যবসায়ীরা সোমবার বিকেলে আজকের পত্রিকাকে জানান, বনফুল থেকে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের নিচতলার আশপাশের দোকানের বাইরের ফলস সিলিংগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এই মার্কেটে একাধিক কেমিক্যাল গোডাউনসহ বিভিন্ন দাহ্য পদার্থের দোকান রয়েছে। যদি স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হতো, তাহলে পুড়ো মার্কেটের ভয়াবহ অবস্থা হতো।
সরেজমিনের ওই মার্কেটের মিষ্টির দোকানে গিয়ে দেখা যায়, দোকানটির সবকিছুই পুড়ে গেছে। পুড়ে যাওয়া মালামালগুলো সরাচ্ছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দোকানের এক কর্মী বলেন, ‘আমাদের মন মানসিকতা এমনিতেই ভালো না। আমরা এই মুহূর্তে কোনো কথা বলতে চাচ্ছি না।’
অগ্নিকাণ্ডের প্রসঙ্গে জানতে চাইলে রাউজক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন রতন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে শুধু বনফুল মিষ্টির দোকান পুড়ে গেছে। এতে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
রাজধানীর উত্তরার রাজউক মার্কেটে ‘বনফুল’ নামের একটি মিষ্টির দোকান আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে মার্কেটটি। আজমপুরের রাউজক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের নিচ তলার ওই মিষ্টির দোকানে গতকাল রোববার দিবাগত রাত ২টা ১৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ২টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের মার্কেট রক্ষা পেলেও পুড়ে ছাই হয়ে গেছে বনফুল।
এ বিষয়ে, আজ সোমবার বিকেলে দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রাত ২টা ১৮ মিনিটে রাজউক মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পাই। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ তলা মার্কেটের নিচ তলার বাইরের দিকের বনফুল নামের একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া নিচ তলার ছাদের নিচের ফলস সিলিংগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।’
অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ তাঁর দাবি, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পুরো রাজউক মার্কেট পুড়ে ছাই হয়ে যেত।’
নাম প্রকাশে অনিচ্ছুক রাজউক মার্কেটের একাধিক ব্যবসায়ীরা সোমবার বিকেলে আজকের পত্রিকাকে জানান, বনফুল থেকে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের নিচতলার আশপাশের দোকানের বাইরের ফলস সিলিংগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এই মার্কেটে একাধিক কেমিক্যাল গোডাউনসহ বিভিন্ন দাহ্য পদার্থের দোকান রয়েছে। যদি স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হতো, তাহলে পুড়ো মার্কেটের ভয়াবহ অবস্থা হতো।
সরেজমিনের ওই মার্কেটের মিষ্টির দোকানে গিয়ে দেখা যায়, দোকানটির সবকিছুই পুড়ে গেছে। পুড়ে যাওয়া মালামালগুলো সরাচ্ছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দোকানের এক কর্মী বলেন, ‘আমাদের মন মানসিকতা এমনিতেই ভালো না। আমরা এই মুহূর্তে কোনো কথা বলতে চাচ্ছি না।’
অগ্নিকাণ্ডের প্রসঙ্গে জানতে চাইলে রাউজক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন রতন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে শুধু বনফুল মিষ্টির দোকান পুড়ে গেছে। এতে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তিনটি ইউনিটের মধ্যে আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়; যা থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
১৫ মিনিট আগেরাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দুজন মারা গেল। এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে মোট চারজন মারা গেল। ভর্তি রয়েছে ৪৪ জন।
২৫ মিনিট আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মেহেনাজ আক্তার হুমায়রা মারা গেছে। হুমায়রা টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া এলাকার দেলোয়ার হোসেন রানার একমাত্র মেয়ে।
৪৩ মিনিট আগেশরীয়তপুরে ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে টুটুল খান (১৪) নামের এক কিশোর গ্রিলমিস্ত্রি মারা গেছে। আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার রাজগঞ্জ বাজারের তারা মিয়া মল্লিকের ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে