Ajker Patrika

মৌচাকে প্রাইভেট কারে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ 

ঢামেক প্রতিনিধি
মৌচাকে প্রাইভেট কারে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ 

রাজধানীর মৌচাকে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। তাদের ঘটনাস্থলে থেকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—মাকসুম পারভেজ রাসেল (৪২), স্ত্রী সখিনা আক্তার কাজল (৩২), ছেলে নাফিজ পারভেজ আযান (১২) ও মেয়ে জান্নতুল ফেরদৌস এশা (১০)। 

দগ্ধ রাসেল জানান, তাদের বাসা বাড্ডা ডিআইটি প্রজেক্ট ১৬ রোডে। সন্ধ্যায় ইফতার শেষে পরিবার নিয়ে নিজেদের প্রাইভেট কার নিয়ে মৌচাক ফরচুন মার্কেটে ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন। মৌচাক মোড়ে মার্কেটের বিপরীত পাশে আসলে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হয়। 

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বিনতে নিজাম আজকের পত্রিকাকে বলেন, চারজন হাতে ও মুখে দগ্ধ হয়েছে। অবজারভেশনে রেখে তাদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা ভালো আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে। 

ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাতে মৌচাক মোড়ে একটি প্রাইভেট কারে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে আগেই আগুন নিভে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত