Ajker Patrika

আ.লীগ নেতার বাড়িতে তাঁরই পিস্তলে গুলিবিদ্ধ হন শ্রমিকনেতা মানিক: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৯: ৪৯
Thumbnail image

ছিনতাইকারীর হাতে নন, রাজধানীর রমনায় সড়ক পরিবহন ও যানবাহন শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা মানিক গুলিবিদ্ধ হন আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন ওরফে বাচ্চুর বৈধ পিস্তলের গুলিতে। গুলিবিদ্ধ মানিককে নিজেই পাঁজাকোলা করে বাড়ি থেকে বের করে হাসপাতালে নেন বাচ্চু। মানিক তাঁর গাড়ির ব্যবসা দেখাশোনা করতেন।

যদিও গতকাল রোববার গুলিবিদ্ধ মানিককে হাসপাতালে নেওয়ার পর বাচ্চু পুলিশকে জানিয়েছিলেন, শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটির সামনে ছিনতাইকারীর গুলিতে মানিক আহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বলছে, ইসমাইলের শোয়ার ঘরে গুলিবিদ্ধ হন মানিক। এরপর নিজেই কোলে করে বাসা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। পরে এ ঘটনা ধামাচাপা দিতে তিনি ছিনতাইয়ের নাটক সাজান। এ ঘটনায় পুলিশ ইসমাইল হোসেন ও তাঁর বাসার কর্মী মহিউদ্দিন রুবেল নামের দুজনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে সেই বৈধ পিস্তল ও গুলি। এর আগে মানিকের স্ত্রী রমনা থানায় একটি ছিনতাইয়ের মামলা করেন। 

গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা বলছেন, ইসমাইল হোসেন ঢাকার শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তিনি আগামী কমিটিতে সভাপতি পদপ্রার্থী। ইসমাইল পরিবহনশ্রমিকদের রাজনীতির সঙ্গেও যুক্ত। তাঁর পরিবহন ব্যবসা রয়েছে। 

জানতে চাইলে ডিবির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, মানিকের স্ত্রীর করা ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ইসমাইলকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞেস করা হবে, ঘটনাটি কেন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন তিনি?

ডিবি সূত্র জানায়, ইসমাইল হোসেনের বাসা রমনার বেইলি রোডের পাশে লেক ভিউ অ্যাপার্টমেন্টে। ওই ভবনের একটি ফ্ল্যাটে ইসমাইল ও তাঁর সহকারী মহিউদ্দিন রুবেল থাকেন। ইসমাইলের পরিবারের সদস্যরা থাকেন যুক্তরাষ্ট্রে। মানিক ইসমাইলের পরিবহন ব্যবসা দেখাশোনা করেন। তিনি প্রায় প্রতিদিনই ইসমাইলের ফ্ল্যাটে আসতেন।

বাসার নিরাপত্তাকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানান, ইসমাইল নিজেই মানিককে কোলে করে বাসার নিচে নিয়ে আসেন। গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

জানা যায়, আহত মানিকের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পরিকোর্ট গ্রামে। বাবার নাম শফিকুর রহমান। থাকতেন যাত্রাবাড়ী দনিয়া এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মানিক নামে ওই ব্যক্তির বুকের বাঁ পাশে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে গেছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত