Ajker Patrika

চাকরির ছাড়পত্র দেওয়ার দাবি মেরিন ছাত্রদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুন ২০২৩, ১৫: ১৫
চাকরির ছাড়পত্র দেওয়ার দাবি মেরিন ছাত্রদের

পাস করার পর চাকরির ছাড়পত্র দেওয়াসহ দুই দফা দাবি জানিয়েছে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদ। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সিডিসি কমিটি অব আইএমটির সভাপতি মেহেদি হাসান বলেন, ২০১০ সাল থেকে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি থেকে পাস করা ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনা শর্তে সরাসরি ইঞ্জিন ক্যাডেট দেওয়া এবং মার্চেন্ট শিপে ১২ মাস সি-সার্ভিস শেষ করার পর সিওসি ক্লাস থ্রি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া।

মেহেদি হাসান আরও বলেন, পাস করার পরও সিডিসি সনদ বা চাকরির ছাড়পত্র না থাকায় আমরা চাকরির জন্য আবেদন করতে পারছি না। কারণ পাস করার পর আবারও ছয় মাসের ট্রেনিং নিতে হয়। এটা সময় ও অর্থের অপচয়। ২০১০ সাল থেকে এ পর্যন্ত আড়াই হাজর শিক্ষার্থী সিডিসি সনদ থেকে বঞ্চিত আছে। প্রতিবছর ৩০০ শিক্ষার্থী পাস করে বের হচ্ছে, যারা বেকারের খাতায় নাম লেখাচ্ছে। সুতরাং আমাদের দাবি মানা না হলে খুব শিগগিরই আমরা কঠোর আন্দোলনে যাব। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত