নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেলে অগ্রিম টিকিটে ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বাভাবিক অবস্থা রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঈদের আগে নেই চিরচেনা সেই ভিড়, অতিরিক্ত যাত্রীর চাপ। যাত্রীদের চাপ না থাকলেও বিলম্বে যাত্রা করেছে তিনটি ট্রেন।
কালোবাজারিমুক্ত করতে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি এবং ঈদে বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে। এমন সিদ্ধান্ত কতটুকু সফল হবে তা নিয়ে ছিল চিন্তা। তবে ১৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত কমলাপুর স্টেশনে দেখা গেছে স্বাভাবিক চিত্র।
আজ বৃহস্পতিবার রেলের ঈদযাত্রার চতুর্থ দিনেও বজায় রয়েছে শৃঙ্খলা। কমলাপুর রেলওয়ে স্টেশনে তিন দফা চেকিং শেষে যাত্রীদের প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছে।
রাজশাহীগামী দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৩৫ মিনিট বিলম্বে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে। এই ট্রেন দেড় ঘণ্টা দেরিতে রাজশাহী পৌঁছাবে।
সোনার বাংলা ট্রেনটি প্রায় তিন ঘণ্টা লেট করেছে। সকাল ৭টায় চলার কথা থাকলেও সকাল ১০টার সময় ট্রেনটি ছেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।
রেলওয়ে সূত্র বলছে, ভ্যাকুয়াম কাজ না করায় দেরিতে ছেড়েছে সোনার বাংলা এক্সপ্রেস।
গত ১৬ এপ্রিল দুর্ঘটনার পরে নতুন আমদানিকৃত কোরিয়ান কোচ দিয়ে বুধবার সকালে বিশেষ যাত্রা করে ট্রেনটি। এর আগে ট্রেনটি পাঁচটি ট্রিপ দিয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ১৪টি কোচের মধ্যে ৭টি ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, নতুন রেকের কোচে রয়েছে অটোমেটিক স্লাইডিং ডোর, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক, আরামদায়ক সিট, বায়ো টয়লেট, টয়লেটের বাইরে আলাদা বেসিন, প্রতিটি সিটের পাশে ইউএসবি পোর্টসহ বৈদ্যুতিক সকেট, জরুরি হ্যামার, আধুনিক শব্দহীন বৈদ্যুতিক ফ্যান, সিসি ক্যামেরাসহ আরও নতুন কিছু প্রযুক্তি।
এ ছাড়া রংপুর এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। অন্য ট্রেনগুলো ৫-১০ মিনিট দেরিতে ছেড়েছে।
রেলে অগ্রিম টিকিটে ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বাভাবিক অবস্থা রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঈদের আগে নেই চিরচেনা সেই ভিড়, অতিরিক্ত যাত্রীর চাপ। যাত্রীদের চাপ না থাকলেও বিলম্বে যাত্রা করেছে তিনটি ট্রেন।
কালোবাজারিমুক্ত করতে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি এবং ঈদে বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে। এমন সিদ্ধান্ত কতটুকু সফল হবে তা নিয়ে ছিল চিন্তা। তবে ১৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত কমলাপুর স্টেশনে দেখা গেছে স্বাভাবিক চিত্র।
আজ বৃহস্পতিবার রেলের ঈদযাত্রার চতুর্থ দিনেও বজায় রয়েছে শৃঙ্খলা। কমলাপুর রেলওয়ে স্টেশনে তিন দফা চেকিং শেষে যাত্রীদের প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছে।
রাজশাহীগামী দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৩৫ মিনিট বিলম্বে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে। এই ট্রেন দেড় ঘণ্টা দেরিতে রাজশাহী পৌঁছাবে।
সোনার বাংলা ট্রেনটি প্রায় তিন ঘণ্টা লেট করেছে। সকাল ৭টায় চলার কথা থাকলেও সকাল ১০টার সময় ট্রেনটি ছেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।
রেলওয়ে সূত্র বলছে, ভ্যাকুয়াম কাজ না করায় দেরিতে ছেড়েছে সোনার বাংলা এক্সপ্রেস।
গত ১৬ এপ্রিল দুর্ঘটনার পরে নতুন আমদানিকৃত কোরিয়ান কোচ দিয়ে বুধবার সকালে বিশেষ যাত্রা করে ট্রেনটি। এর আগে ট্রেনটি পাঁচটি ট্রিপ দিয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ১৪টি কোচের মধ্যে ৭টি ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, নতুন রেকের কোচে রয়েছে অটোমেটিক স্লাইডিং ডোর, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক, আরামদায়ক সিট, বায়ো টয়লেট, টয়লেটের বাইরে আলাদা বেসিন, প্রতিটি সিটের পাশে ইউএসবি পোর্টসহ বৈদ্যুতিক সকেট, জরুরি হ্যামার, আধুনিক শব্দহীন বৈদ্যুতিক ফ্যান, সিসি ক্যামেরাসহ আরও নতুন কিছু প্রযুক্তি।
এ ছাড়া রংপুর এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। অন্য ট্রেনগুলো ৫-১০ মিনিট দেরিতে ছেড়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৩ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
৩ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
৩ ঘণ্টা আগেমেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্য
৩ ঘণ্টা আগে