নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় তাঁর তৃতীয় স্ত্রী রিয়া মনিসহ দুজনকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোসিতা ইসলাম তাঁদের জামিন দেন।
জামিন পাওয়া অন্যজন হলেন কামরুল ইসলাম রিয়াজ। তিনি রিয়া মনির বন্ধু।
বিকেলে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. মোস্তানছির বিল্লাহ তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিদের পক্ষে তাঁদের আইনজীবী আতিকুর রহমান খান জামিন চেয়ে আবেদন করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে অপরাধ বিবেচনায় আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আগামী ২৭ জুলাই পর্যন্ত তাদের জামিনের আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোকছেদুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
হত্যাচেষ্টার অভিযোগে গতকাল শনিবার হিরো আলম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। পরে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, রিয়া মনি সম্পর্কে হিরো আলমের তৃতীয় স্ত্রী। গত ২১ জুন বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানাধীন এলাকায় ভাড়া বাসায় হিরো আলম গিয়ে দেখেন রিয়া মনি এবং রিয়াজ রুমের ভেতর দরজা বন্ধ অবস্থায় রয়েছেন। তখন হিরো আলম তাঁর স্ত্রী রিয়া মনি ও রিয়াজকে একসঙ্গে বেড রুমে অবস্থানের কারণ জিজ্ঞাসা করেন। তাঁরা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এ সময় রিয়া মনি তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
একপর্যায়ে রিয়া মনি এবং আরেক আসামি আবদুল্লাহ হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে হিরো আলমের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করেন। রিয়ার নির্দেশে তাঁকে গলা চাপ দিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।
উল্লেখ্য, গত আওয়ামী লীগ সরকারের আমলে হিরো আলম দুই দুইবার সংসদ সদস্য পদে নির্বাচন করে আলোচনায় আসেন।
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় তাঁর তৃতীয় স্ত্রী রিয়া মনিসহ দুজনকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোসিতা ইসলাম তাঁদের জামিন দেন।
জামিন পাওয়া অন্যজন হলেন কামরুল ইসলাম রিয়াজ। তিনি রিয়া মনির বন্ধু।
বিকেলে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. মোস্তানছির বিল্লাহ তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিদের পক্ষে তাঁদের আইনজীবী আতিকুর রহমান খান জামিন চেয়ে আবেদন করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে অপরাধ বিবেচনায় আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আগামী ২৭ জুলাই পর্যন্ত তাদের জামিনের আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোকছেদুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
হত্যাচেষ্টার অভিযোগে গতকাল শনিবার হিরো আলম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। পরে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, রিয়া মনি সম্পর্কে হিরো আলমের তৃতীয় স্ত্রী। গত ২১ জুন বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানাধীন এলাকায় ভাড়া বাসায় হিরো আলম গিয়ে দেখেন রিয়া মনি এবং রিয়াজ রুমের ভেতর দরজা বন্ধ অবস্থায় রয়েছেন। তখন হিরো আলম তাঁর স্ত্রী রিয়া মনি ও রিয়াজকে একসঙ্গে বেড রুমে অবস্থানের কারণ জিজ্ঞাসা করেন। তাঁরা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এ সময় রিয়া মনি তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
একপর্যায়ে রিয়া মনি এবং আরেক আসামি আবদুল্লাহ হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে হিরো আলমের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করেন। রিয়ার নির্দেশে তাঁকে গলা চাপ দিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।
উল্লেখ্য, গত আওয়ামী লীগ সরকারের আমলে হিরো আলম দুই দুইবার সংসদ সদস্য পদে নির্বাচন করে আলোচনায় আসেন।
অর্থনীতির টালমাটাল অবস্থায় ব্যবসায়ী, রপ্তানিকারকেরা যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখনই চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হলো। ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এ মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এ অবস্থায় গতকাল শনিবার কনটেইনার পরিবহন বন্ধ করে বন্দরের কার্যক্রম থমকে দিয়েছেন...
২ ঘণ্টা আগেচুয়াডাঙ্গা সদর হাসপাতালে একের পর এক পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার জনবল ও ১০০ শয্যার খাবার-ওষুধ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ২৫০ শয্যার সরকারি হাসপাতালটি; বিশেষ করে ১০ মাস ধরে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না...
২ ঘণ্টা আগেমাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
৩ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
৩ ঘণ্টা আগে