Ajker Patrika

জাহাঙ্গীরনগরে ধর্ষণের ঘটনায় প্রক্টর ও হল প্রভোস্টের পদত্যাগ দাবি

জাবি প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ০৩
জাহাঙ্গীরনগরে ধর্ষণের ঘটনায় প্রক্টর ও হল প্রভোস্টের পদত্যাগ দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রক্টর এবং মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করেছে আন্দোলনকারীরা। সেই সঙ্গে অবিলম্বে ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে গঠিত স্ট্রাকচার্ড কমিটির কাজ শেষ করে শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে। এছাড়াও অছাত্রদের দ্রুত হল থেকে বের করার দাবি তোলা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রলীগ নেতা কর্তৃক ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে টানা তৃতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। 

নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে আয়োজিত মানববন্ধনে ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলি বলেন, ‘পাঁচ দিন সময়ের তিন দিন পেরিয়ে গেলেও প্রশাসন এখন পর্যন্ত ২৫০০ অবৈধ ছাত্রদের কোনো তালিকা প্রকাশ করতে পারেনি। তাহলে বাকি দুই দিনে কীভাবে তাদের হল থেকে বের করবেন। আমরা বলেছিলাম, এই বিশ্ববিদ্যালয় বাদী হয়ে ধর্ষণের মামলাটি করবে। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো মামলা করেনি, শুধু একটা জিডি করেছেন। আমরা চেয়েছিলাম যে ধর্ষক শিক্ষার্থীর সনদ বাতিল করা হোক। কিন্তু তাও অস্থায়ী বাতিল করা হয়েছে।’  

তিনি আরও বলেন, ধর্ষণের যারা সহযোগী তাদেরও বিচারে গড়িমসি করছে এই প্রশাসন। উপাচার্য বারবার বলেন আমরা ব্যবস্থা নিচ্ছি। কমিটমেন্ট দেন কিন্তু তা আর ফলোআপ করা হয় না, যেমনটি মাহমুদুর রহমান জনির ক্ষেত্রে হয়নি। প্রায় দেড় বছর পার হয়েছে এখন পর্যন্ত তার কোনো বিচার হয়নি। 

আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক পারভীন জলি আরও বলেন, ‘ধর্ষককে যারা পালাতে সাহায্য করেছে তারা ছাত্রলীগের কর্মী ছিল। কিন্তু এই প্রক্টর মোস্তাফিজকে খুঁজে আনতে পাঠিয়েছিলেন দুজন ছাত্রলীগের কর্মীকে। তাহলে প্রক্টোরিয়াল টিমের কাজ কি? তাদের উচিত ছিল এমএইচ হলকে চারদিক থেকে ঘেরাও করে মোস্তাফিজকে আটক করা। কিন্তু পাঠানো হয়েছে দুজন ছাত্রলীগের কর্মীকে। এখান থেকেও বোঝা যায় প্রক্টরের কোনো সদিচ্ছা ছিল না, তাদেরকে আটক করার। এই প্রক্টর সকল প্রকার নৈতিক অধিকার হারিয়েছেন তার পদে বহাল থাকার। প্রভোস্টও তার দায় এড়াতে পারেন না। আমরা তার শাস্তি চাই। তার স্বপদে থাকার কোনো অধিকার নেই। তাদের শুধু পদ থেকে সরালেই হবে না, তাদেরকে রাষ্ট্রীয় আইনে শাস্তি দিতে হবে ধর্ষণে সহযোগিতা করার জন্য।’ 

এ সময় দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আমরা এমন একজন উপাচার্যকে পেয়েছি যিনি নিষ্ক্রিয় ও নির্বিকার। ক্যাম্পাসে যত ঘটনা ঘটে এর প্রেক্ষিতে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি বড়জোর একটা নির্দেশ পাঠান কিন্তু এর বাইরে কিছু করতে পারেন না। আমরা অছাত্রদের বের করার কথা বলেছি, তিনি শুধু নির্দেশ দিয়ে নির্বিকার হয়ে বসে আছেন। আমরা অভিযুক্তদের সার্টিফিকেট বাতিল চাই, অথচ শুধু স্থগিত করা হয়েছে।’ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিমানববন্ধনে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের ছাত্র আহসান লাবিব বলেন, ‘আমরা ধর্ষণের ঘটনাস্থলে গিয়ে প্রথমেই দেখি প্রক্টর-প্রভোস্ট ধর্ষককে বাঁচানোর পাঁয়তারা করছে এবং পরিশেষে তারা ধর্ষককে পালাতে সহযোগিতা করে। এই প্রশ্ন ফাঁসকারী প্রক্টর এবং মাদকাসক্ত প্রভোস্ট সাব্বির রহমান যারা ধর্ষককে পালাতে সহযোগিতা করেছে, যারা ছাত্রলীগের ছায়া হিসেবে কাজ করে তাদের নৈতিক অধিকার নেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট হিসেবে দায়িত্বে থাকার। এদিকে এমন একজন শিক্ষকের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হয় যিনি ধর্ষণের দায়ে অভিযুক্ত এবং তাঁর বিরুদ্ধে স্ট্রাকচার্ড কমিটি গঠিত হওয়ার পরেও কেন তাঁকে বহিষ্কার করা হয়নি।’ 

এতে আরও বক্তব্য রাখেন—ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী, ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারউল্লাহ ভূঁইয়া, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক রায়হান রাইন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত