Ajker Patrika

বিএসটিআইয়ের মহাপরিচালক হলেন ফেরদৌস আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএসটিআইয়ের মহাপরিচালক হলেন ফেরদৌস আলম

পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে যোগদান করেছেন এস এম ফেরদৌস আলম। 

তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ছিলেন। 

জানা গেছে, এস এম ফেরদৌস আলম ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষি অনুষদে গ্রাজুয়েশন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে উদ্যানতত্ত্ব বিষয়ে এমএস ডিগ্রি করেন। পরে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচে যোগ দেন। তিনি মাঠ প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত