অনলাইন ডেস্ক
সারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকায় মশাল মিছিল করেছেন ঢাকা কলেজ, ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
একই দাবিতে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা তাঁতীবাজার মোড়ে গিয়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়। প্রায় ২০ মিনিট ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পরে তাঁরা মিছিলসহ ক্যাম্পাসে ফিরে আসেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সংগীত বিভাগের স্বর্ণা রায় বলেন, ‘আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমরা রাস্তায় নিরাপদে বের হতে পারি না। নিরাপদ বাংলাদেশ চাই। ধর্ষকদের ১০ দিনের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার সদস্যসচিব সিফাত হাসান সাকিব বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচারপ্রক্রিয়া দীর্ঘ করা হয়েছে বারবার। ’২৪-এর গণ-অভ্যুত্থানের পরও যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে এটা হবে আমাদের জাতির জন্য লজ্জাজনক।’
সিফাত হাসান আরও বলেন, ‘ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে ভয়ংকর পাপ। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। আমরা চুপ করে থাকতে পারি না। আমাদের আন্দোলনের লক্ষ্য—ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, আইনের কঠোর প্রয়োগ এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন।’
এর আগে বেলা ৩টার দিকে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে লাঠি মিছিল করেন ঢাবি শিক্ষার্থীরা। তাঁরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ব্যানারে এ মিছিল করেন।
বাঁশের লাঠি হাতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসেন। ধর্ষণসহ নারী নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণের বিচার দাবি করেন তাঁরা।
একই দাবিতে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন।
সারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকায় মশাল মিছিল করেছেন ঢাকা কলেজ, ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
একই দাবিতে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা তাঁতীবাজার মোড়ে গিয়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়। প্রায় ২০ মিনিট ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পরে তাঁরা মিছিলসহ ক্যাম্পাসে ফিরে আসেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সংগীত বিভাগের স্বর্ণা রায় বলেন, ‘আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমরা রাস্তায় নিরাপদে বের হতে পারি না। নিরাপদ বাংলাদেশ চাই। ধর্ষকদের ১০ দিনের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার সদস্যসচিব সিফাত হাসান সাকিব বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচারপ্রক্রিয়া দীর্ঘ করা হয়েছে বারবার। ’২৪-এর গণ-অভ্যুত্থানের পরও যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে এটা হবে আমাদের জাতির জন্য লজ্জাজনক।’
সিফাত হাসান আরও বলেন, ‘ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে ভয়ংকর পাপ। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। আমরা চুপ করে থাকতে পারি না। আমাদের আন্দোলনের লক্ষ্য—ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, আইনের কঠোর প্রয়োগ এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন।’
এর আগে বেলা ৩টার দিকে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে লাঠি মিছিল করেন ঢাবি শিক্ষার্থীরা। তাঁরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ব্যানারে এ মিছিল করেন।
বাঁশের লাঠি হাতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসেন। ধর্ষণসহ নারী নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণের বিচার দাবি করেন তাঁরা।
একই দাবিতে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন।
একসময় রাজশাহী নগরে পানি সরবরাহের জন্য প্রতিটি পাম্পে একাধিক অপারেটর থাকতে হতো। প্রযুক্তির কল্যাণে এখন পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) কেন্দ্রীয় কার্যালয় থেকেই এই পাম্প নিয়ন্ত্রণ করা হয়। তারপরও পাম্পগুলোয় দুই থেকে তিনজন করে পাম্প অপারেটর রাখা হয়েছে।
২ ঘণ্টা আগেসিলেটের কানাইঘাটের দরিদ্র পরিবারের সন্তান মো. জাহাঙ্গীর আলম। ২০০৯ সালে যোগ দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) পদে। এরপর ‘জাল-জালিয়াতি, বদলি, নিয়োগ-বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে’ ১৭ বছরে তৃতীয় শ্রেণির এই কর্মচারী বাড়ি-গাড়িসহ নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক হন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে নারীদের স্বাভাবিক সন্তান প্রসবের প্রবণতা বেড়েছে। গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে সিজারিয়ান সেকশন (‘সিজার’ বলে পরিচিত) অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব ১ হাজার ৫৫২টি বেশি হয়েছে।
২ ঘণ্টা আগেপ্রতিবছরের মতো এবারও পবিত্র রমজানের শুরু থেকে দেশের বৃহত্তম ইফতার মাহফিল চলছে সাতক্ষীরার কালীগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশনে। প্রায় ৮ হাজার মানুষের ইফতার মাহফিল যেন মিলনমেলায় পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে