Ajker Patrika

পল্লবীতে বাবু হত্যায় জড়িত একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে মঞ্জুরুল ইসলাম বাবু হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. মুরাদকে (২৭) গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে পল্লবীর সিরামিক রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ বুধবার বিকেলে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, পল্লবী থানাধীন বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত সোমবার বিকেলে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে গতকাল মঙ্গলবার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি-মিরপুর বিভাগ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে সিরামিক রোড এলাকায় অভিযান চালিয়ে মুরাদকে গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান বলেন, মুরাদ পল্লবী এলাকার মুসা-রাজন গ্রুপের সদস্য। ভিকটিম বাবুও পল্লবীর আরেক সন্ত্রাসী মামুন গ্রুপের সদস্য। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। গ্রেপ্তার মুরাদ হত্যা, ডাকাতিসহ সাতটি মামলার আসামি।

ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সোনাহর আলী বলেন, আধিপত্য ও ছিনতাই করা অর্থের লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটিয়েছে মুসা-রাজন গ্রুপের সদস্যরা।

হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত