নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন- জাকির হোসেন ওরফে জিন জাকির, শরিফুল ইসলাম তুষার, মাসুদুর রহমান, আরিফুল ইসলাম তরফদার, জাহিদ হাসান ও আব্দুস সালাম।
বিকেলে ৬ জনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রাশেদুল ইসলাম তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা, প্রায় চার ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি আইফোন উদ্ধার করা হয়।
এর আগে গত ১২ অক্টোবর গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরে সেনা ও র্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে।
এ ঘটনায় বাড়ির মালিক ব্যবসায়ী আবু বক্কর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা সঙ্গবদ্ধ ডাকাত দলের সদস্য। ডাকাতি তাদের পেশা। তাদের কাছ থেকে ডাকাতির টাকা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আরও টাকা উদ্ধারের জন্য এবং তাদের সঙ্গে থাকা অন্যান্যদের গ্রেপ্তারের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন- জাকির হোসেন ওরফে জিন জাকির, শরিফুল ইসলাম তুষার, মাসুদুর রহমান, আরিফুল ইসলাম তরফদার, জাহিদ হাসান ও আব্দুস সালাম।
বিকেলে ৬ জনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রাশেদুল ইসলাম তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা, প্রায় চার ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি আইফোন উদ্ধার করা হয়।
এর আগে গত ১২ অক্টোবর গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরে সেনা ও র্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে।
এ ঘটনায় বাড়ির মালিক ব্যবসায়ী আবু বক্কর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা সঙ্গবদ্ধ ডাকাত দলের সদস্য। ডাকাতি তাদের পেশা। তাদের কাছ থেকে ডাকাতির টাকা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আরও টাকা উদ্ধারের জন্য এবং তাদের সঙ্গে থাকা অন্যান্যদের গ্রেপ্তারের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের সঙ্গে নোয়াখালীর আওয়ামী লীগের আবদুল কাদের মির্জার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ওই ছবিতে কাদের মির্জার পাশে তাঁকে ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
২ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পাশের এলাকা থেকে লোকজন এসে এক দফায় ওই যুবকের বাড়ি মনে করে অন্য একজনের বাড়িতে ভাঙচুর চালান। আরেক দফায় হিন্দুপল্লিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে ১২টির মতো পরিবারের ঘরবাড়ি তছনছ করা হয়
১০ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল পাচারের মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
১৮ মিনিট আগেজামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আনীত অভিযোগের তদন্তের শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশ কন্ট্রোল রুম
২০ মিনিট আগে