Ajker Patrika

জুরাইনে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাশিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৭ মে ২০২৩, ১৪: ০০
জুরাইনে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাশিক্ষার্থী নিহত

রাজধানীর জুরাইনে বিদ্যুতায়িত হয়ে লতিবুর রহমান লিসান (১৮) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছেন। তিনি জামিয়া এছাকিয়া আরাবিয়া মাদ্রাসার হেফজ বিভাগে পড়তেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শ্যামপুরের জুরাইনের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার বোর্ডিং সুপার মো. ইয়াসিন আরাফাত জানান, হেফজ বিভাগের শিক্ষার্থী লিসান মাদ্রাসার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় থাকতেন। সকালে নাশতা করার জন্য ২০ টাকা নিয়ে রুম থেকে বের হন তিনি। তৃতীয় তলার বারান্দা দিয়ে যাওয়ার সময় হাত থেকে ২০ টাকা পড়ে পাশের একটি টিনশেডের চালের ওপর আটকে যায়। তখন তিনি পাশের টিনশেডের ওপর নামেন। টিনের ওপর নামার পরপরই অচেতন হয়ে পড়েন। তখন মাহবুব ও ইয়ামিন নামে দুই সহপাঠী দেখতে পেয়ে তাকে উদ্ধারের জন্য তাঁরাও টিনের চালের ওপর নামেন। নামার সঙ্গে সঙ্গে তাঁরাও বিদ্যুতায়িত হন। তবে তাঁরা তেমন আক্রান্ত হননি। তাঁরা দুজনই লিসানকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।

মো. ইয়াসিন আরও বলেন, লিসানকে উদ্ধারের পর রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার রাতে ঝড়বৃষ্টির কারণে বিদ্যুতের কোনো তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে ছিল বলে ধারণা তাঁদের। সেখান থেকেই লিসান বিদ্যুতায়িত হয়েছে। লিসানের পরিবার ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় থাকে। তাদের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডায়। তার বাবার নাম মজিবর হাওলাদার।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত