Ajker Patrika

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

বিজ্ঞপ্তি
আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য। ছবি: সংগৃহীত
আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য। ছবি: সংগৃহীত

ঢাকা শিক্ষা বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত মহানগরী জোন আন্তকলেজ (উচ্চমাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-২৫-এ অংশগ্রহণ করে সাফল্য পেয়েছে রাজধানী উত্তরার মাইলস্টোন কলেজ। এতে একক ও দলগতভাবে অর্জন করেছে ১৫ পুরস্কার।

ভলিবল (পুরুষ ও মহিলা), ব্যাডমিন্টন (মহিলা) ও অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য গৌরবের চিহ্নস্বরূপ পুরস্কারগুলো বয়ে আনে মাইলস্টোন কলেজের ছাত্র-ছাত্রীরা। মহানগরী জোন আন্তকলেজ (উচ্চমাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় নিজেদের সাফল্য ধরে রাখায় অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন নবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম ও উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।

অভিনন্দন বার্তায় কর্তৃপক্ষ জানায়, মাইলস্টোন কলেজ গুণগত মানের শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য সহশিক্ষা কার্যক্রম অনুশীলনেও বেশ সচেতন। কলেজের চৌকস ক্রীড়া বিভাগ এবং সুবিশাল খেলার মাঠ ছাত্র-ছাত্রীদের খেলাধুলা ও ক্রীড়া দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখছে, যা প্রতিভা বিকাশের দ্বার খুলে দিচ্ছে। ফলে প্রতিবছর মাইলস্টোন কলেজের ছাত্র-ছাত্রীরা থানা, জেলা ও মহানগরী জোন পর্যায়ে খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রত্যাশা অনুযায়ী সাফল্য বয়ে আনতে সক্ষম হচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত মহানগরী জোন আন্তকলেজ (উচ্চমাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-২৫ শুরু হয় গত ১৭ ডিসেম্বর এবং শেষ হয় ১৬ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত