নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুস্বাস্থ্যের জন্য টয়লেট ব্যবস্থাপনায় এক ডলার খরচ করলে, পাঁচ ডলার সেভ হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় মেয়র এ কথা বলেন। গোলটেবিল আয়োজন করে বেসরকারি সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ ও ভূমিজ।
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মানুষ যাতে নিরাপদে স্বাস্থ্য-সম্মত টয়লেট ব্যবহার করতে পারে এর জন্য আমরা কাজ করছি। তবে আরও পাবলিক টয়লেট করা দরকার, জায়গার অভাবে করা সম্ভব হচ্ছে না। আমার কাছে ৩৫টি টয়লেট করার জন্য ফান্ড আছে। এই টয়লেট নির্মাণ করার জন্য জায়গা দরকার।’
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নির্মিত পাবলিক টয়লেট গুলো যাতে টেকসই হয় এর জন্য বিজনেস মডেল তৈরির বিষয়েও জোর দিন মেয়র। তিনি বলেন, নাগরিক সুবিধা বাড়াতে যা যা করা দরকার, আমি সব করব। টয়লেটের সামনে এলইডি লাইট ব্যবহার করে বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে। বিজ্ঞাপনের আয় থেকে টয়লেট ব্যবস্থাপনা করা যাবে।’
গুলশান-বনানী-বারিধারার মতো এলাকায় বাড়ির পয়োবর্জ্য গুলশান বনানী ও হাতিরঝিল লেকে মেশে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘এই অপব্যবস্থাপনা চলতে দেওয়া যাবে না। বাসাবাড়ির পয়োবর্জ্যের ব্যবস্থাপনার দায়িত্ব বাড়ির মালিকদের নিতে হবে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ছয় মাসের মধ্যে প্রত্যেকটি বাড়িতে সেপটিক ট্যাংকের ব্যবস্থা করতে হবে। না করলে জরিমানা করা হবে।’
অনুষ্ঠানে ভূমিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা রশিদ ঢাকা শহরের টয়লেট ব্যবস্থাপনা পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। তিনি বলেন, ‘পাবলিক টয়লেটে সুবিধা আরও বেশি মানুষের জন্য সুবিধাজনক পর্যায়ে যাতে পৌঁছে দেওয়া যায়, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলছি। পৃথিবীতে এখনো অনেক মানুষ স্যানিটেশন ব্যবস্থাপনার বাইরে রয়েছে। ঢাকার শহরে প্রতিদিন যে পাঁচ মিলিয়ন মানুষ রাস্তায় বের হয় তাদের জন্য অন্তত ৫০ টির বেশি মানসম্পন্ন টয়লেট রয়েছে। দুই কোটি মানুষের শহরে এটা পর্যাপ্ত না। স্যানিটেশন ব্যবস্থা যদি ভালো থাকে, তাহলে আমরা ভালো জীবন যাপন করতে পারব। আনন্দদায়ক জীবন যাপন করতে পারব। আমরা চেষ্টা করছি মানুষ যেন স্বাস্থ্য সম্মত নিরাপদ টয়লেট ব্যবহার করতে পারে।’
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, এশীয় উন্নয়ন ব্যাংকের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পুষ্কর শ্রীবাস্তব, এশীয় উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রজেক্ট অফিসার অমিত দত্ত রায়, বিশ্বব্যাংকের আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ঈশিতা আলম অবনী, ইউনিলিভার বাংলাদেশের বিপণন বিভাগের পরিচালক তানজিন ফেরদৌস প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব টয়লেট দিবস।
সুস্বাস্থ্যের জন্য টয়লেট ব্যবস্থাপনায় এক ডলার খরচ করলে, পাঁচ ডলার সেভ হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় মেয়র এ কথা বলেন। গোলটেবিল আয়োজন করে বেসরকারি সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ ও ভূমিজ।
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মানুষ যাতে নিরাপদে স্বাস্থ্য-সম্মত টয়লেট ব্যবহার করতে পারে এর জন্য আমরা কাজ করছি। তবে আরও পাবলিক টয়লেট করা দরকার, জায়গার অভাবে করা সম্ভব হচ্ছে না। আমার কাছে ৩৫টি টয়লেট করার জন্য ফান্ড আছে। এই টয়লেট নির্মাণ করার জন্য জায়গা দরকার।’
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নির্মিত পাবলিক টয়লেট গুলো যাতে টেকসই হয় এর জন্য বিজনেস মডেল তৈরির বিষয়েও জোর দিন মেয়র। তিনি বলেন, নাগরিক সুবিধা বাড়াতে যা যা করা দরকার, আমি সব করব। টয়লেটের সামনে এলইডি লাইট ব্যবহার করে বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে। বিজ্ঞাপনের আয় থেকে টয়লেট ব্যবস্থাপনা করা যাবে।’
গুলশান-বনানী-বারিধারার মতো এলাকায় বাড়ির পয়োবর্জ্য গুলশান বনানী ও হাতিরঝিল লেকে মেশে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘এই অপব্যবস্থাপনা চলতে দেওয়া যাবে না। বাসাবাড়ির পয়োবর্জ্যের ব্যবস্থাপনার দায়িত্ব বাড়ির মালিকদের নিতে হবে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ছয় মাসের মধ্যে প্রত্যেকটি বাড়িতে সেপটিক ট্যাংকের ব্যবস্থা করতে হবে। না করলে জরিমানা করা হবে।’
অনুষ্ঠানে ভূমিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা রশিদ ঢাকা শহরের টয়লেট ব্যবস্থাপনা পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। তিনি বলেন, ‘পাবলিক টয়লেটে সুবিধা আরও বেশি মানুষের জন্য সুবিধাজনক পর্যায়ে যাতে পৌঁছে দেওয়া যায়, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলছি। পৃথিবীতে এখনো অনেক মানুষ স্যানিটেশন ব্যবস্থাপনার বাইরে রয়েছে। ঢাকার শহরে প্রতিদিন যে পাঁচ মিলিয়ন মানুষ রাস্তায় বের হয় তাদের জন্য অন্তত ৫০ টির বেশি মানসম্পন্ন টয়লেট রয়েছে। দুই কোটি মানুষের শহরে এটা পর্যাপ্ত না। স্যানিটেশন ব্যবস্থা যদি ভালো থাকে, তাহলে আমরা ভালো জীবন যাপন করতে পারব। আনন্দদায়ক জীবন যাপন করতে পারব। আমরা চেষ্টা করছি মানুষ যেন স্বাস্থ্য সম্মত নিরাপদ টয়লেট ব্যবহার করতে পারে।’
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, এশীয় উন্নয়ন ব্যাংকের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পুষ্কর শ্রীবাস্তব, এশীয় উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রজেক্ট অফিসার অমিত দত্ত রায়, বিশ্বব্যাংকের আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ঈশিতা আলম অবনী, ইউনিলিভার বাংলাদেশের বিপণন বিভাগের পরিচালক তানজিন ফেরদৌস প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব টয়লেট দিবস।
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৩ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৩ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
৪ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৪ ঘণ্টা আগে