Ajker Patrika

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় মাছ বিক্রেতার মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় মাছ বিক্রেতার মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নুরনবী (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজার রেলক্রসিংয়ের পাশে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নুরনবীর বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী গ্রামে। বর্তমানে কারওয়ান বাজার এলাকাতেই থাকতো এবং মাছ বিক্রি করতো।

নুরনবীর সহকর্মী মো. জুয়েল কবির জানান, সন্ধ্যার দিকে একটি ট্রেন কমলাপুর থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। এসময় রেলক্রসিংয়ের পাশ দিয়ে রেললাইন পার হচ্ছিল নুরনবী। তখন ট্রেন ধাক্কায় গুরুতর আহত হন। দেখতে পেয়ে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারওয়ান বাজার থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত