Ajker Patrika

বালতিতে উপুড় হয়ে পড়েছিল শিশু আফিফা, হাসপাতালে মৃত্যু

ঢামেক প্রতিনিধি
বালতিতে উপুড় হয়ে পড়েছিল শিশু আফিফা, হাসপাতালে মৃত্যু

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় বাথরুমে বালতির পানিতে পড়ে আফিফা কামাল রাইকা (১৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, শরীয়তপুর জেলার পালং উপজেলার চরসিংগাড়িয়া গ্রামের কামাল তালুকদারের দুই সন্তানের মাঝে দ্বিতীয় আফিফা। বর্তমানে তার পরিবার শ্যামপুর অটোবি লিমিটেড নামে কারখানার বিপরীত পাশে হাজী মজিদের ৫ তলা বাড়ির ৪র্থ তলায় ভাড়া থাকেন। 

আফিফার চাচা কবির হোসেন জানান, দুপুরে বাসায় শিশুটির মা সোনিয়া আক্তার রান্না করছিলেন। তখন হাঁটতে হাঁটতে আফিফা বাথরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর মা তাকে খুঁজে না পেয়ে বাথরুমে ঢুকে দেখেন বালতির ভেতর উপুড় হয়ে পড়ে আছে শিশুটি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান। তবে বাঁচানো সম্ভব হয়নি। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বালতির পানিতে পড়া মুমূর্ষু অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত