Ajker Patrika

হজ প্যাকেজ নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২১: ২৭
হজ প্যাকেজ নিয়ে হাইকোর্টের রুল

হজযাত্রীদের জন্য নির্ধারণ করা বর্তমান হজ প্যাকেজ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামানের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই রুল জারি করেন।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ রুলের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে হজ প্যাকেজে খরচ কমাতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী আশরাফ-উজ-জামান। তাতে সাড়া না পেয়ে রিট করেন তিনি। রিট আবেদনে হজ প্যাকেজের খরচ কমিয়ে চার লাখ টাকার মধ্যে পুনর্নির্ধারণের জন্য আরজি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত