Ajker Patrika

ঢাবির আবাসিক শিক্ষার্থীদের জন্য আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা চলছে

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৫: ১১
ঢাবির আবাসিক শিক্ষার্থীদের জন্য আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা ‘আমি ২.০’ উদ্বোধন করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। প্রথম দিনে (গত ২৮ অক্টোবর) কার্যকরী যোগাযোগের ওপর কর্মশালা পরিচালনা করেন ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের মনোবিজ্ঞানী আইরিন আলম জয়তি এবং ‘মনের বন্ধু’র সাইকোসোশ্যাল কাউন্সেলর মেহেদী মোবারক। অন্যের অধিকার খর্ব করে না বা অন্যকে আহত না করে নিজের কথাটুকু পরিষ্কারভাবে কীভাবে বলা যায়, সেটা নিয়েই আলোচনা করেন তাঁরা।

দ্বিতীয় দিনে (গতকাল ২৯ অক্টোবর) ব্র্যাকের মানবসম্পদ বিভাগের মনোবিজ্ঞানী উত্তম কুমার সরকার এবং ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ মনোবিজ্ঞানী সাদিয়া সুলতানা-মানসিক চাপ মোকাবিলার শারীরিক ও মানসিক কৌশল হাতে-কলমে শেখান। তৃতীয় দিনে (আজ ৩০ অক্টোবর) কাউনসেলিং মনোবিজ্ঞানী নুজহাত-ই-রহমান কীভাবে চর্চার মাধ্যমে অস্থির মনকে বর্তমানে ধরে রেখে প্রশান্তি আর মানসিক স্থিরতা লাভ করা যায়, তা নিয়ে কর্মশালায় আলোচনা করবেন।

আবাসিক ছাত্রদের জন্য অভিনব এই উদ্যোগের বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়া বলেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় শিল্প ও কর্মোপযোগী শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে হলে ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিরতা ও প্রফুল্লতা ধরে রাখাও জরুরি। সূর্যসেন হলের এই আয়োজন শিক্ষার্থীদের সেই চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে’।

 ‘আমি ২.০’ শিরোনামে এই আত্মোন্নয়ন কর্মশালার আহ্বায়ক আবাসিক শিক্ষক ড. মো. আজহারুল ইসলাম বলেন, তিন দিনব্যাপী এসব প্রশিক্ষণে অংশগ্রহণের ফলে শিক্ষার্থীরা মানবিক দক্ষতা যেমন—পারস্পরিক যোগাযোগ, দৈনন্দিন চাপ মোকাবিলা এবং মনোযোগ বৃদ্ধির কার্যকর কৌশল শিখতে পারবে, যাতে তারা তাদের ‘আমি’কে হালনাগাদ (অর্থাৎ আমি ২.০) করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) মো. মারিয়াম জামান খান সোহান ও সাধারণ সম্পাদক (জিএস) মো. সিয়াম রহমান ছাত্রকল্যাণধর্মী এ রকম আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে তা অব্যাহত রাখার দাবি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত