Ajker Patrika

সাবেক আইজিপি মামুনকে আরও ২ এবং আনিসুলকে এক হত্যা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৫১
Thumbnail image

সাবেক মহা পুলিশ পরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও দুটি হত্যা মামলায় এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী তাঁদের গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন। 

সকালে দুজনকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুনকে খিলগাঁও থানার এক মামলায় ও উত্তরা পশ্চিম থানায় এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে আনিসুল হককে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেওয়া হয়। পরে আবার তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়। 

তদন্ত কর্মকর্তারা আবেদনে উল্লেখ করেছেন, ভবিষ্যতে এসব মামলায় তাঁদের তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে। 

গত ৫ আগস্ট বিকেল পৌনে ৬টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খিলগাঁওয়ের আল জমিয়াতুল ইসলামিয়া মজ্জালুল উলুম মাদ্রাসার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান হাফেজ মো. জুবায়ের আহমেদ। এ ঘটনায় সেপ্টেম্বরে ঊর্ধ্বতন ও পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় আব্দুল্লাহ আল মামুন ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়। 

এদিকে গত ১৯ জুলাই উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায়ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর গত ১৩ আগস্ট আনিসুল হককে এবং গত ৩ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত