Ajker Patrika

সুপারশপ স্বপ্নকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপারশপ স্বপ্নকে ১ লাখ টাকা জরিমানা

পণ্যের অনুকূলে মানসনদ না থাকা এবং ছাড়পত্র ছাড়া পণ্য বিক্রির অভিযোগে রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় ‘স্বপ্ন সুপারশপকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

আজ মঙ্গলবার বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ও ডিএমপি পুলিশের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। 

অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক গ্লাস টেবিলওয়্যার, টয়লেট ক্লিনার, হাউসহোল্ড ডিস ওয়াশিং লিকুইড, হ্যান্ড ওয়াশ, ভার্মিসিলি, সস, অ্যালকোহল বেজড হ্যান্ড স্যানিটাইজার পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ও ছাড়পত্র পাওয়া যায়নি। এসব কাগজপত্র ছাড়া বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় স্বপ্নকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

এ অভিযানে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) রেবেকা সুলতানা দায়িত্ব পালন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত