নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া খুনের মামলায় গ্রেপ্তার দম্পতি নাজিম হোসেন ও রুপা বেগম ওরফে জান্নাত নাজিম হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে খুনের দায় স্বীকার করেছেন। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফা জেরিন ও মাহবুব আলমের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁরা জবানবন্দি দেন।
দুপুরের আগেই দুজনকে আদালতে হাজির করে উত্তরখান থানা-পুলিশ। এসআই জাহিদুল হাসান তাদের জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আবেদন করেন।
আবেদনে বলা হয়, গ্রেপ্তারের পর দুজনই খুনের দায় শিকার করেছেন। তাঁরা বিজ্ঞ আদালতে জবানবন্দিও দিতে সম্মত হন। পরে নাজিম হোসেনকে ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের খাস কামড়ায় ও তাঁর স্ত্রীকে ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফা জেরিনের খাস কামরায় নেওয়া হলে সেখানে তাঁরা জবানবন্দি দেন।
আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর পুলিশের কাছে তাঁরা যে জবানবন্দি দিয়েছেন, আদালতে একই জবানবন্দি দিয়েছেন। আসামিরা উপাধ্যক্ষ সাইফুর রহমান হত্যার নেপথ্যে কারণ ধর্ষণচেষ্টা বলেই বর্ণনা করেছেন। নাজিম হোসেন ও রুপা বেগম দম্পতিকে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে অসদাচরণ ও নাজিমের অনুপস্থিতিতে আপত্তিকর আচরণ ও স্পর্শকাতর জায়গায় হাত দিতেন সাইফুর রহমান। সবশেষ গত ৯ মার্চ রাতে তরুণীকে ধর্ষণচেষ্টা করলে তার স্বামী প্রতিবাদ করেন, এ সময় ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দা দিয়ে সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান ওই দম্পতি।
উল্লেখ্য, গত ১০ মার্চ সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরানপাড়ার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রাখা হয়। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে ১১ মার্চ নিহতের ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার ফরিদপুর থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া খুনের মামলায় গ্রেপ্তার দম্পতি নাজিম হোসেন ও রুপা বেগম ওরফে জান্নাত নাজিম হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে খুনের দায় স্বীকার করেছেন। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফা জেরিন ও মাহবুব আলমের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁরা জবানবন্দি দেন।
দুপুরের আগেই দুজনকে আদালতে হাজির করে উত্তরখান থানা-পুলিশ। এসআই জাহিদুল হাসান তাদের জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আবেদন করেন।
আবেদনে বলা হয়, গ্রেপ্তারের পর দুজনই খুনের দায় শিকার করেছেন। তাঁরা বিজ্ঞ আদালতে জবানবন্দিও দিতে সম্মত হন। পরে নাজিম হোসেনকে ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের খাস কামড়ায় ও তাঁর স্ত্রীকে ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফা জেরিনের খাস কামরায় নেওয়া হলে সেখানে তাঁরা জবানবন্দি দেন।
আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর পুলিশের কাছে তাঁরা যে জবানবন্দি দিয়েছেন, আদালতে একই জবানবন্দি দিয়েছেন। আসামিরা উপাধ্যক্ষ সাইফুর রহমান হত্যার নেপথ্যে কারণ ধর্ষণচেষ্টা বলেই বর্ণনা করেছেন। নাজিম হোসেন ও রুপা বেগম দম্পতিকে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে অসদাচরণ ও নাজিমের অনুপস্থিতিতে আপত্তিকর আচরণ ও স্পর্শকাতর জায়গায় হাত দিতেন সাইফুর রহমান। সবশেষ গত ৯ মার্চ রাতে তরুণীকে ধর্ষণচেষ্টা করলে তার স্বামী প্রতিবাদ করেন, এ সময় ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দা দিয়ে সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান ওই দম্পতি।
উল্লেখ্য, গত ১০ মার্চ সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরানপাড়ার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রাখা হয়। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে ১১ মার্চ নিহতের ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার ফরিদপুর থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শাহিন আল মামুন নামের সৌদিফেরত যাত্রী থেকে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আজ বুধবার বিমানবন্দরের ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় এনএসআই সদস্যরা এসব স্বর্ণ জব্দ করেন।
৫ মিনিট আগে৫ দফা দাবিতে ঢাকায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। আজ বুধবার হাসপাতাল চত্বরে এই বিক্ষোভ করেন তাঁরা। এ সময় বিক্ষোভকারীরা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন।
৭ মিনিট আগেআইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। গুরুত্বপূর্ণ স্থানে...
১৫ মিনিট আগেপাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দলের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সাঁথিয়া উপজেলা জামায়াতের বিশেষ সভায় এ ঘোষণা দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
১৮ মিনিট আগে