Ajker Patrika

যৌন নিপীড়নের দায়ে ঢাবি ছাত্রকে সাময়িক বহিষ্কার 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ২২: ৪৫
Thumbnail image

নিজ বিভাগের শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের শিক্ষার্থী কবির আহমেদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আরও ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের এক সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক ড. একে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। 

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘একই বিভাগের এক ছাত্রী এই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। পরে তদন্ত কমিটি অভিযোগের প্রমাণ পাওয়ায় শৃঙ্খলা পরিষদের সভায় তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষায় অসদুপায়ের দায়ে ৪৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত