Ajker Patrika

চিকিৎসার জন্য ঢাকায় এসে ময়লার গাড়ির চাপায় মারা গেলেন নাজমা

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১২: ৪১
চিকিৎসার জন্য ঢাকায় এসে ময়লার গাড়ির চাপায় মারা গেলেন নাজমা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম নাজমা বেগম (৪৬)। আজ শনিবার সকাল ৬টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস লাল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত নাজমা বেগমের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিনের পাখিয়া গ্রামে। স্বামী মৃত ইউনুছ মিয়া। 

নাজমা বেগমের ছেলে আব্দুল মমিন জানান, তাঁর মায়ের চিকিৎসার জন্য গ্রামের বাড়ি থেকে লঞ্চে করে ভোরে ঢাকার সদরঘাটে নামেন। সদরঘাট থেকে ব্যাটারিচালিত রিকশাযোগে শনির আখড়ায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। ভাঙ্গাপ্রেস এলাকায় এলে তাঁদের রিকশাটা ম্যানহোলের খোলা ঢাকনার সঙ্গে ধাক্কা লাগে। তখন রিকশা থেকে ছিটকে পড়ে যান তাঁর মা। এ সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন আলী জানান, ভোর সাড়ে ৫টার দিকে ভাঙ্গাপ্রেস এলাকায় ব্যাটারিচালিত রিকশাটি ম্যানহোলের ঢাকনার সঙ্গে ধাক্কা লেগে রিকশা থেকে পড়ে যান ওই নারী। তখন অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে এলাকার লোকজনের কাছে থেকে জানা গেছে, সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়েছেন ওই নারী। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। 

এসআই আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত