Ajker Patrika

ঢাকায় ছাত্রলীগ নেত্রীসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি । ছবি: সংগৃহীত
শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি । ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর জন হলেন ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকার।

রোববার রাতে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদিজার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়াও রাকিবের বিরুদ্ধে মামলা রয়েছে।

এর আগে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গ্রেপ্তারদের মধ্যে যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মী রয়েছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, হামলা ও ভাঙচুরের মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত