Ajker Patrika

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 
অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া সাত ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা
অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া সাত ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তাঁর চাচাতো ভাই রেজানুর খানের বাড়িতে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, কাটার, রেঞ্জসহ বিভিন্ন সরঞ্জামাদি পুলিশ জব্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ডাকাতির মূল পরিকল্পনাকারী সালাহউদ্দিন চৌকিদার (৩৭), রুবেল হোসেন (৩৭), উজ্জ্বল দাস (৪৮), সজিব মিয়া (২৫), মো. ফয়সাল (২৭), মিলন (৩৮) ও মো. ওবায়দুল হক ওরফে সুমন (২৭)।

মুন্সিগঞ্জ পুলিশ কার্যালয়ের সভাকক্ষে আজ শনিবার দুপুর ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের তথ্য জানান পুলিশ সুপার শামসুল আলম সরকার। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারদের কাছ থেকে লুণ্ঠিত পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, কাটার, রেঞ্জসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

গত ৫ জানুয়ারি ভোর ৪টার দিকে শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামে পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তাঁর চাচাতো ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল।

ডাকাতির ঘটনায় গত ৬ জানুয়ারি অতিরিক্ত সচিবের বোন রওশন আরা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত