Ajker Patrika

অপহরণের ৩ দিন পর বাড়ির পেছনে মিলল শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক, সাভার
Thumbnail image

সাভারে এক মাদ্রাসাছাত্র গত শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। তার নাম রাকিবুল ইসলাম। সে মা-বাবার সঙ্গে সাভার পৌর এলাকায় কাতলাপুরে থাকত। গত রোববার দুপুরে রাকিবুলের বাবার মোবাইল ফোনে কল দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আজ মঙ্গলবার সকালে ওই বাড়ির আরেক কক্ষের পেছন থেকে রাকিবুলের লাশ উদ্ধার করা হয়। 

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা রাকিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে রাকিবুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল সোমবার রাতে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

রাকিবুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাঁকোয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি স্ত্রী-ছেলেকে নিয়ে সাভার পৌর এলাকায় কাতলাপুরে হানিফ আলীর বাড়িতে থেকে রিকশার গ্যারেজে কাজ করেন। রাকিবুল স্থানীয় দারুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। 

স্বজনদের বরাতে পুলিশ জানায়, গত শনিবার বিকেলে রাকিবুল বাড়ি থেকে মাদ্রাসায় যায়। এরপর আর সে বাসায় ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। গত রোববার দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি আব্দুর রহিমের মোবাইল ফোনে কল করে রাকিবুলকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা নিয়ে তাকে রংপুর সাত মাথায় যেতে বলেন। 

এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে রাকিবুল ইসলামের বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ মঙ্গলবার সকালে হানিফ আলীর বাড়ির ভাড়াটিয়া হোসেন আলীর কক্ষের পেছন থেকে তাঁর লাশ পাওয়া যায়। 

কাতলাপুরে হানিফ আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িটিতে ২০ থেকে ২৫টি ছোট ছোট কক্ষ রয়েছে। এসব কক্ষের বাসিন্দাদের প্রায় সবাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁরা পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। 

হোসেন আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, ‘আমার স্বামী কর্মস্থলে যাওয়ার পর সকালে আমি ঘুমিয়ে ছিলাম। সকাল সাড়ে আটটার দিকে পাশের কক্ষের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা বেগম আমাকে ঘুম থেকে ডেকে তুলে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ার কথা বলেন। আমি প্রথমে মরা ইঁদুরের গন্ধ ভেবে ঘরের ভেতর খোঁজাখুঁজি করি। পরে আজ সকাল ১১টার দিকে বাসার পেছনে গিয়ে রাকিবুলের লাশ দেখতে পাই।’ 

আব্দুর রহিম বলেন, ‘মাদ্রাসায় যাওয়ার সময় আমার ছেলে প্রতিদিন দোকান থেকে টাকা নিয়ে যেত। গত শনিবার টাকা নেওয়ার সময় ওর সঙ্গে আমার শেষ কথা হয়। ও আর কোনদিন বলবে না বাবা আমাকে টাকা দাও, আমি মাদ্রাসায় যাব।’ 

রাকিবুলের মামা মোহাম্মদ রাজু আহমেদ বলেন, ‘আমার ধারণা বাড়িটির ভেতরের কোনো বাসিন্দা রাকিবুলকে হত্যা করেছেন। গতকাল সোমবার দিবাগত রাতে কোনো এক সময় বাসার পেছনে লাশটি ফেলে দেওয়া হয়।’ 

ওসি দীপক চন্দ্র সাহা বলেন, গতকাল রাতে আব্দুর রহিম সাভার থানায় মামলা থানায় মামলা করেছিলেন। তা হত্যা মামলা হিসেবে রেকর্ড হবে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত