Ajker Patrika

গাইবান্ধা-৫: ইউএনওসহ চার কর্মকর্তাকে প্রত্যাহারে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাইবান্ধা-৫: ইউএনওসহ চার কর্মকর্তাকে প্রত্যাহারে হাইকোর্টের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা (সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. ইসাহাক আলীসহ চার কর্মকর্তাকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা থেকে অবিলম্বে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে তাঁদের স্থলে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিতে বলা হয়েছে। অপর তিন কর্মকর্তা হলেন সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাদেকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান হাবীব ও ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন।

স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এর আগে ফারজানা রাব্বী নির্বাচন কমিশনে একটি অভিযোগ দেন। যাতে তিনি বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অনেক কর্মকর্তা ও সাতটি কলেজের অনেক শিক্ষক নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন। নৌকা প্রতীকের প্রার্থী ও তাঁর সমর্থকরা বুবলীর কর্মী–সমর্থকদের হুমকি দিচ্ছেন। তারা বলেছেন, স্থানীয় প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করে ২০২২ সালের মতো পরিবেশ সৃষ্টি করে ভোটের ফলাফল নৌকার পক্ষে নেবেন।

সিইসি বরাবর আবেদন করে প্রতিকার না পেয়ে ফারজানা রাব্বী রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও এ বি এম ছিদ্দিকুর রহমান খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত