Ajker Patrika

ঢাকা মেডিকেল প্রাঙ্গণে শিশু চুরির চেষ্টা, নারী আটক

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণ থেকে শিশু চুরির চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগী পরিবার। আটক হওয়া ওই নারীর নাম পারভিন (৬০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আজ শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটির নাম রাইদুল হাসান (১০)। তাদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরের শহীদনগর গ্রামে।

শিশুটির মা ঢাকা মেডিকেলের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অভিযুক্ত ওই নারীর দাবি, তাঁর বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর গ্রামে। শাহবাগ এলাকায় ভাসমান জীবনযাপন করেন তিনি।

শিশুটির চাচা জাবেদ হোসেন বলেন, ‘সন্ধ্যার দিকে রাইদুলকে নিয়ে ২০৪ নম্বর ওয়ার্ড থেকে বের হয়ে জরুরি বিভাগের সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় রাইদুল তার মামার হাত ধরে হাঁটছিল। পরিবারের অন্য সদস্যরা তাদের আগে আগে হাঁটছিল। পেছন থেকে ওই নারী এসে রাইদুলের হাত টেনে ধরে। হাত ধরে থাকা তার মামাকে জিজ্ঞেস করতে থাকে, ‘‘শিশুটি কে? আপনারা চেনেন কি না?’’

একপর্যায়ে ওই নারী দাবি করেন, ছেলেটি তাঁর। ওই নারীর এমন আচরণে পরিবারের সদস্যরা ঘাবড়ে যান। পরে হাসপাতালের আনসার সদস্যদের ডাকলে তাঁরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।

এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মামলা করবে কি না, জানতে চাইলে পরিবারটি মামলায় জড়াতে আগ্রহী নয় বলে জানায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ভুক্তভোগী পরিবারটি মামলা করতে চাইছে না। তবে অভিযুক্ত ওই নারীকে ক্যাম্পে আটক রাখা হয়েছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শাহবাগ থানায় হস্তান্তর করা হবে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত