ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণ থেকে শিশু চুরির চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগী পরিবার। আটক হওয়া ওই নারীর নাম পারভিন (৬০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আজ শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটির নাম রাইদুল হাসান (১০)। তাদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরের শহীদনগর গ্রামে।
শিশুটির মা ঢাকা মেডিকেলের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অভিযুক্ত ওই নারীর দাবি, তাঁর বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর গ্রামে। শাহবাগ এলাকায় ভাসমান জীবনযাপন করেন তিনি।
শিশুটির চাচা জাবেদ হোসেন বলেন, ‘সন্ধ্যার দিকে রাইদুলকে নিয়ে ২০৪ নম্বর ওয়ার্ড থেকে বের হয়ে জরুরি বিভাগের সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় রাইদুল তার মামার হাত ধরে হাঁটছিল। পরিবারের অন্য সদস্যরা তাদের আগে আগে হাঁটছিল। পেছন থেকে ওই নারী এসে রাইদুলের হাত টেনে ধরে। হাত ধরে থাকা তার মামাকে জিজ্ঞেস করতে থাকে, ‘‘শিশুটি কে? আপনারা চেনেন কি না?’’
একপর্যায়ে ওই নারী দাবি করেন, ছেলেটি তাঁর। ওই নারীর এমন আচরণে পরিবারের সদস্যরা ঘাবড়ে যান। পরে হাসপাতালের আনসার সদস্যদের ডাকলে তাঁরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।
এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মামলা করবে কি না, জানতে চাইলে পরিবারটি মামলায় জড়াতে আগ্রহী নয় বলে জানায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ভুক্তভোগী পরিবারটি মামলা করতে চাইছে না। তবে অভিযুক্ত ওই নারীকে ক্যাম্পে আটক রাখা হয়েছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শাহবাগ থানায় হস্তান্তর করা হবে তাঁকে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণ থেকে শিশু চুরির চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগী পরিবার। আটক হওয়া ওই নারীর নাম পারভিন (৬০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আজ শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটির নাম রাইদুল হাসান (১০)। তাদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরের শহীদনগর গ্রামে।
শিশুটির মা ঢাকা মেডিকেলের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অভিযুক্ত ওই নারীর দাবি, তাঁর বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর গ্রামে। শাহবাগ এলাকায় ভাসমান জীবনযাপন করেন তিনি।
শিশুটির চাচা জাবেদ হোসেন বলেন, ‘সন্ধ্যার দিকে রাইদুলকে নিয়ে ২০৪ নম্বর ওয়ার্ড থেকে বের হয়ে জরুরি বিভাগের সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় রাইদুল তার মামার হাত ধরে হাঁটছিল। পরিবারের অন্য সদস্যরা তাদের আগে আগে হাঁটছিল। পেছন থেকে ওই নারী এসে রাইদুলের হাত টেনে ধরে। হাত ধরে থাকা তার মামাকে জিজ্ঞেস করতে থাকে, ‘‘শিশুটি কে? আপনারা চেনেন কি না?’’
একপর্যায়ে ওই নারী দাবি করেন, ছেলেটি তাঁর। ওই নারীর এমন আচরণে পরিবারের সদস্যরা ঘাবড়ে যান। পরে হাসপাতালের আনসার সদস্যদের ডাকলে তাঁরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।
এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মামলা করবে কি না, জানতে চাইলে পরিবারটি মামলায় জড়াতে আগ্রহী নয় বলে জানায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ভুক্তভোগী পরিবারটি মামলা করতে চাইছে না। তবে অভিযুক্ত ওই নারীকে ক্যাম্পে আটক রাখা হয়েছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শাহবাগ থানায় হস্তান্তর করা হবে তাঁকে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মো. আব্দুল হালিম মোল্লা (৬১) নামের এক বৃদ্ধের জিহ্বা কর্তনের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রোববার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মাহবুবের
৬ মিনিট আগেগাজীপুরে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর গাছা থানাধীন হারিকেন ডেগেরচালা এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দগ্ধরা হলেন মো. হারিজ (৫৫), তাঁর স্ত্রী আয়শা খাতুন ও তাঁদের সন্তান মাইদুল।
১৬ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রায় দুই মাস আগে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী বডি সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ৪ মে থেকে...
১৮ মিনিট আগেফরিদপুর-বরিশাল মহাসড়কে মিনি বাস ফারাবিয়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন নিহতের ঘটনায় বাসচালক সুমন গাজীর (২৮) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে নেওয়া হয়।
৪০ মিনিট আগে