উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালানোর অভিযোগে রাজধানীর দক্ষিণখান থেকে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাঁর নাম মো. ওয়াসিম (৩৫)।
দক্ষিণখানের ফায়বাদ থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন উত্তরার হজ্ব ক্যাম্প আর্মি ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার ওই নেতা দক্ষিণখানের ৪৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি।
হজ্ব ক্যাম্পের আর্মি ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা শুক্তবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ নং ওয়ার্ড শ্রমিকলীগের সহ-সভাপতি ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, সেনাবাহিনীর একটি বিশেষ দল ফায়দাবাদ এলাকায় ওয়াসিমের বাসায় আড়াই ঘন্টা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওয়াসিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলাও রয়েছে।
সেনাবাহিনীর ওই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আজ (শুক্রবার) দক্ষিণখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তদন্ত করে জানতে পেরেছি, শ্রমিক লীগ নেতা ওয়াসিম উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। ওই মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। আসামিকে ডিবি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালানোর অভিযোগে রাজধানীর দক্ষিণখান থেকে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাঁর নাম মো. ওয়াসিম (৩৫)।
দক্ষিণখানের ফায়বাদ থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন উত্তরার হজ্ব ক্যাম্প আর্মি ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার ওই নেতা দক্ষিণখানের ৪৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি।
হজ্ব ক্যাম্পের আর্মি ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা শুক্তবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ নং ওয়ার্ড শ্রমিকলীগের সহ-সভাপতি ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, সেনাবাহিনীর একটি বিশেষ দল ফায়দাবাদ এলাকায় ওয়াসিমের বাসায় আড়াই ঘন্টা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওয়াসিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলাও রয়েছে।
সেনাবাহিনীর ওই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আজ (শুক্রবার) দক্ষিণখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তদন্ত করে জানতে পেরেছি, শ্রমিক লীগ নেতা ওয়াসিম উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। ওই মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। আসামিকে ডিবি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
টাঙ্গাইলের সখীপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গতকাল মঙ্গলবার একদিনেই পাঁচজন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি বছর উপজেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর
১৬ মিনিট আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। আজকের কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।
৪১ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
১ ঘণ্টা আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
১ ঘণ্টা আগে