Ajker Patrika

সাভারে ৩ খুন: সাগরকে ৭ এবং ঈশিতাকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৩: ৩৬
সাভারে ৩ খুন: সাগরকে ৭ এবং ঈশিতাকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

সাভারের আশুলিয়ার একটি ফ্ল্যাটে বাবা-মা-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাগর ও তাঁর স্ত্রী ঈশিতার রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আজ বুধবার সকালে আশুলিয়া থানা থেকে তাঁদের ঢাকার আদালতে পাঠানো হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে সাগরকে সাত দিন এবং ঈশিতাকে পাঁচ দিনের রিমান্ডে চাইবেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

গত সোমবার রাতে গাজীপুরের সফিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। পরে গতকাল মঙ্গলবার আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার সাগর আলীর গ্রামের বাড়ি টাঙ্গাইলে আর ঈশিতা বেগমের গ্রামের বাড়ি জামালপুরে।

এর আগে গত শনিবার আশুলিয়ার জামগড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে মুক্তার হোসেন বাবুল (৪৮), তাঁর স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও তাঁদের ছেলে মেহেদী হাসান জয়ের (১৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের গরুড়া (ফুলবাড়ী) গ্রামে। পরে রোববার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন বাবুলের ভাই আইনুল হক।

 এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আসামিদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সব স্বীকার করেছেন। তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সম্ভাবনা আছে। তবে আদালতে স্বীকারোক্তি না দিলে সাগর আলীর সাত দিন এবং তাঁর স্ত্রী ঈশিতা বেগমের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত