Ajker Patrika

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল, সম্পাদক আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
ড. নাজমুল করিম খান (বামে) ও মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
ড. নাজমুল করিম খান (বামে) ও মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

খুদেবার্তায় বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে অ্যাসোসিয়েশনের সদস্যরা সিলেকশনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি ছিলেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ ও সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত