Ajker Patrika

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২০: ০৯
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের বৈঠক 

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন-পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশে আসা কমনওয়েলথ দল। আজ মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

এতে কমনওয়েলথের চারজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। আর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।  

পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘পর্যবেক্ষক দল আমাদের নির্বাচনী আইন, নির্বাচনকালীন সহিংসতা কীভাবে অ্যাড্রেস করা হয় বা হাইকোর্টের কী ক্ষমতা আছে–সে সম্পর্কে জানতে চেয়েছে। আমরা সেটা বলেছি।’ 

নির্বাচন কমিশনের কী ক্ষমতা আছে সে বিষয়েও প্রতিনিধিদল জানতে চেয়েছে। আমরা বলেছি প্রতিটি জেলায় একটি টিম থাকে। পোস্ট ভায়োলেশন সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা বলেছি, ২০০১ সালে পোস্ট ইলেকশন ভায়োলেশন হয়েছিল। পরে আর হয়নি। 

এ ছাড়া এখানে পর্যবেক্ষক যারা আসে সেটা কীভাবে তা জানতে চেয়েছে প্রতিনিধিদল। তারা শুধু আইন সম্পর্কে জানতে চেয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত