ঢামেক প্রতিবেদক
নিজেকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ছাত্রী পরিচয় দিয়ে ভর্তি এক রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক তরুণীকে গতকাল রোববার আটক করা হয়েছে। দুপুরে ঢামেক হাসপাতালের পুরোনে ভবনের তৃতীয় তলায় নাক-কান-গলা বিভাগ থেকে তাঁকে আটকের পর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
আটক তরুণীর নাম পাপিয়া আক্তার স্বর্ণা (২২)। তাঁর স্বামীর দাবি, তিনিও জানতেন পাপিয়া ঢামেকের ছাত্রী।
ভুক্তভোগীর স্ত্রী কল্পনা বেগম জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জে। মুখে টিউমারের সমস্যার চিকিৎসার জন্য গত বুধবার তাঁর স্বামী নুরুল আলমকে ঢামেকে ভর্তি করেন। সেদিন তাঁর দেবর জামালের সঙ্গে পাপিয়ার পরিচয় হয়। চিকিৎসকদের মতো অ্যাপ্রোন পরা পাপিয়া নিজেকে ঢামেকের ছাত্রী পরিচয় দেন এবং ৩০ হাজার টাকা দিলে দ্রুত অস্ত্রোপচার করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। জামালের মাধ্যমে সেদিনই তাঁকে ২৮ হাজার টাকা দেওয়া হয়। গতকাল দুপুরে বাকি ২ হাজার টাকা নেওয়ার সময় চিকিৎসকেরা তাঁকে আটক করেন। তখন জানতে পারেন, তিনি ভুয়া।
চিকিৎসকেরা ওই তরুণীকে আনসার সদস্যদের কাছে সোপর্দ করেন। পরে তাঁকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
পাপিয়া সাংবাদিকদের বলেন, তিনি নিজেকে কখনো জুনিয়র চিকিৎসক, কখনো ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী পরিচয় দেন। তিনি আসলে টাকার বিনিময়ে রোগীর উপকার করতে চেয়েছিলেন। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা।
পাপিয়ার তথ্য অনুযায়ী, তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদীতে। বিয়ে হয়েছে এক বছর আগে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বামী জসিম উদ্দিনকে নিয়ে হোসেনি দালান এলাকায় থাকেন।
জসিম উদ্দিন বলেন, তাঁদের দুজনের গ্রামের বাড়ি কাছাকাছি। সেখানকার কলেজ থেকে পাপিয়া এইচএসসি পাস করে ঢাকায় চলে আসেন। মোবাইলে প্রেম থেকে তাঁদের বিয়ে। বিয়ের পর থেকে জেনেছেন পাপিয়া ঢাকা মেডিকেল কলেজে পড়েন। এখানে এসে জানলেন, তিনি ঢামেকের ছাত্রী নন।
নিজেকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ছাত্রী পরিচয় দিয়ে ভর্তি এক রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক তরুণীকে গতকাল রোববার আটক করা হয়েছে। দুপুরে ঢামেক হাসপাতালের পুরোনে ভবনের তৃতীয় তলায় নাক-কান-গলা বিভাগ থেকে তাঁকে আটকের পর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
আটক তরুণীর নাম পাপিয়া আক্তার স্বর্ণা (২২)। তাঁর স্বামীর দাবি, তিনিও জানতেন পাপিয়া ঢামেকের ছাত্রী।
ভুক্তভোগীর স্ত্রী কল্পনা বেগম জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জে। মুখে টিউমারের সমস্যার চিকিৎসার জন্য গত বুধবার তাঁর স্বামী নুরুল আলমকে ঢামেকে ভর্তি করেন। সেদিন তাঁর দেবর জামালের সঙ্গে পাপিয়ার পরিচয় হয়। চিকিৎসকদের মতো অ্যাপ্রোন পরা পাপিয়া নিজেকে ঢামেকের ছাত্রী পরিচয় দেন এবং ৩০ হাজার টাকা দিলে দ্রুত অস্ত্রোপচার করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। জামালের মাধ্যমে সেদিনই তাঁকে ২৮ হাজার টাকা দেওয়া হয়। গতকাল দুপুরে বাকি ২ হাজার টাকা নেওয়ার সময় চিকিৎসকেরা তাঁকে আটক করেন। তখন জানতে পারেন, তিনি ভুয়া।
চিকিৎসকেরা ওই তরুণীকে আনসার সদস্যদের কাছে সোপর্দ করেন। পরে তাঁকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
পাপিয়া সাংবাদিকদের বলেন, তিনি নিজেকে কখনো জুনিয়র চিকিৎসক, কখনো ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী পরিচয় দেন। তিনি আসলে টাকার বিনিময়ে রোগীর উপকার করতে চেয়েছিলেন। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা।
পাপিয়ার তথ্য অনুযায়ী, তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদীতে। বিয়ে হয়েছে এক বছর আগে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বামী জসিম উদ্দিনকে নিয়ে হোসেনি দালান এলাকায় থাকেন।
জসিম উদ্দিন বলেন, তাঁদের দুজনের গ্রামের বাড়ি কাছাকাছি। সেখানকার কলেজ থেকে পাপিয়া এইচএসসি পাস করে ঢাকায় চলে আসেন। মোবাইলে প্রেম থেকে তাঁদের বিয়ে। বিয়ের পর থেকে জেনেছেন পাপিয়া ঢাকা মেডিকেল কলেজে পড়েন। এখানে এসে জানলেন, তিনি ঢামেকের ছাত্রী নন।
বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী ২৬টি গ্রামে প্রায় ৩১ হাজার একর জমিতে বিস্তৃতি পেয়েছে পেয়ারাবাগান। এই পেয়ারা উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত প্রায় ২০ হাজার পরিবার। বরিশালের বানারীপাড়া পেয়ারা চাষে প্রসিদ্ধ হলেও ঝালকাঠির ভিমরুলী গ্রামে ঐতিহ্যবাহী ভাসমান হাট এই অঞ্চলের কৃষি, ব্যবসা...
৩ ঘণ্টা আগেরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বোর্ড সভায় অংশ নিলেই কর্মকর্তারা সম্মানী পাবেন ১২ হাজার টাকা। ৩ হাজার টাকা থেকে একলাফে চার গুণ বাড়িয়ে সম্মানীর এই অঙ্ক নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সিদ্ধান্ত অনুযায়ী, মাসে বর্তমানে একটি সভার ব্যবস্থা থাকলেও তা একাধিকবার হতে পারবে।
৪ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে এমপি হওয়ার অভিযোগ এনে মামলা করেছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির এক নেতা। বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত এবার টিপুকে...
৫ ঘণ্টা আগেসাপের ছোবলে আরমান তালুকদার (২১) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা গ্রামের তালুকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই এলাকার আবদুল মাবুদ জহির তালুকদারের ছেলে। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ইউনিয়ন শাখা...
৫ ঘণ্টা আগে