নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিগগিরই দাবি মেনে নেওয়া না হলে বা দাবি অগ্রাহ্য করলে শপথের দাবিতে চলমান আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে আবারও রাজপথে যাবে বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন, এই আন্দোলনকে এভাবে অগ্রাহ্য করবেন। তাহলে এই আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে আবার রাজপথে যাবে।’
আজ মঙ্গলবার ডিএসসিসির নগর ভবনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
ইশরাক আরও বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তাঁর পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এ ক্ষেত্রে তিনি দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন যা প্রতারণার শামিল।’
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা হতে বঞ্চিত হচ্ছে। অথচ প্রতিটি ওয়ার্ডে স্থায়ীভাবে একজন ওয়ার্ড সচিব রয়েছেন। ১-৬ বছরের শিশুদের টিকা দেওয়া, টিকা খাওয়ানোর কাজটি ইপিআই করে থাকে। প্রতিটি ওয়ার্ডে তাদের ওষুধ এবং অফিস রয়েছে। মশক নিধনের জন্য প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে স্প্রে মেশিন এবং ফগার মেশিন রয়েছে। সংশ্লিষ্টরা সে কাজ করছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়ার জন্য বর্তমানে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের জরুরি কাজে ব্যাঘাত ঘটে থাকলে ১২ ঘণ্টার মধ্যে শহরের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হতো না বলেও জানান তিনি।
ইশরাক বলেন, অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে সজীব ভূঁইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।
শিগগিরই দাবি মেনে নেওয়া না হলে বা দাবি অগ্রাহ্য করলে শপথের দাবিতে চলমান আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে আবারও রাজপথে যাবে বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন, এই আন্দোলনকে এভাবে অগ্রাহ্য করবেন। তাহলে এই আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে আবার রাজপথে যাবে।’
আজ মঙ্গলবার ডিএসসিসির নগর ভবনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
ইশরাক আরও বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তাঁর পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এ ক্ষেত্রে তিনি দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন যা প্রতারণার শামিল।’
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা হতে বঞ্চিত হচ্ছে। অথচ প্রতিটি ওয়ার্ডে স্থায়ীভাবে একজন ওয়ার্ড সচিব রয়েছেন। ১-৬ বছরের শিশুদের টিকা দেওয়া, টিকা খাওয়ানোর কাজটি ইপিআই করে থাকে। প্রতিটি ওয়ার্ডে তাদের ওষুধ এবং অফিস রয়েছে। মশক নিধনের জন্য প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে স্প্রে মেশিন এবং ফগার মেশিন রয়েছে। সংশ্লিষ্টরা সে কাজ করছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়ার জন্য বর্তমানে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের জরুরি কাজে ব্যাঘাত ঘটে থাকলে ১২ ঘণ্টার মধ্যে শহরের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হতো না বলেও জানান তিনি।
ইশরাক বলেন, অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে সজীব ভূঁইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।
সপ্তাহজুড়ে টানা বৃষ্টিপাতে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে ১০৭ ফুট মিন সি লেভেলের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি এভাবে অব্যাহত থাকলে যেকোনো সময় খোলা হতে পারে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের জলকপাট। আজ রোববার সকাল ১০টার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান
২ মিনিট আগেবগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন (৩৫) নামের এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
৬ মিনিট আগেনাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
১৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৪৪ মিনিট আগে