অনলাইন ডেস্ক
রাজধানীর বনশ্রী এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ৪৮ লাখ টাকার কসমেটিকস জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ফিরোজ আলম বাবু (৩৭) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান জানান, বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। এ সময় চোরাই পণ্য লোড করার সময় বাসার সামনে থেকে একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শরীর ফর্সাকারী চার ধরনের ২৫ হাজারের বেশি কসমেটিকস। জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা, যার মাধ্যমে ৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।
ডিসি মিজানুর রহমান বলেন, পণ্যগুলো আখাউড়া সীমান্ত দিয়ে চোরাই পথে দেশে আনা হয়েছে। এ ধরনের পণ্য স্থানীয় বাজার ও অনলাইনে বিক্রি করা হয়। পণ্যের উৎপত্তির স্থান ও গুণগত মান অজানা থাকায় গ্রাহকদের ক্ষতির ঝুঁকি থাকে।
চোরাচালানে জড়িত চক্রটি সুসংগঠিত চেইনের মাধ্যমে কাজ করে। প্রতিটি ধাপে লোক জড়িত রয়েছে এবং তাদের শনাক্ত করতে অভিযান চলছে।
গ্রেপ্তার ফিরোজ আলম বাবুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। চোরাই পণ্য আনা-নেওয়ায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
রাজধানীর বনশ্রী এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ৪৮ লাখ টাকার কসমেটিকস জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ফিরোজ আলম বাবু (৩৭) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান জানান, বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। এ সময় চোরাই পণ্য লোড করার সময় বাসার সামনে থেকে একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শরীর ফর্সাকারী চার ধরনের ২৫ হাজারের বেশি কসমেটিকস। জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা, যার মাধ্যমে ৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।
ডিসি মিজানুর রহমান বলেন, পণ্যগুলো আখাউড়া সীমান্ত দিয়ে চোরাই পথে দেশে আনা হয়েছে। এ ধরনের পণ্য স্থানীয় বাজার ও অনলাইনে বিক্রি করা হয়। পণ্যের উৎপত্তির স্থান ও গুণগত মান অজানা থাকায় গ্রাহকদের ক্ষতির ঝুঁকি থাকে।
চোরাচালানে জড়িত চক্রটি সুসংগঠিত চেইনের মাধ্যমে কাজ করে। প্রতিটি ধাপে লোক জড়িত রয়েছে এবং তাদের শনাক্ত করতে অভিযান চলছে।
গ্রেপ্তার ফিরোজ আলম বাবুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। চোরাই পণ্য আনা-নেওয়ায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানসহ ঘনিষ্ঠ তিনজনের বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
১৯ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
২৩ মিনিট আগে৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
২৮ মিনিট আগে