ঢাবি প্রতিনিধি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন তাঁরা। পরে সন্ধ্যায় মিছিল নিয়ে সচিবালয়ে যান।
অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এতে রাস্তায় বের হওয়া মানুষেরা দুর্ভোগে পড়েন।
শাহবাগে ঘুরে দেখা যায়, আন্দোলনকারীরা হাতে হাত ধরে মানব ব্যারিকেড তৈরি করে সবগুলো পথ বন্ধ রাখেন। ফলে কাঁটাবন থেকে মৎসভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলামোটর অভিমুখে যান চলাচল ব্যাহত হয়। শাহবাগ মোড় অবরোধের ফলে সাধারণ মানুষ গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা হন।
জামাল হোসেন, একজন ষাটোর্ধ্ব বয়সের লোক হেঁটে যাচ্ছেন কাঁটাবনের দিকে। আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অবরোধের ফলে যানজট তৈরি হয়েছে। আমারতো সায়েন্স ল্যাব পৌঁছাতে হবে।’
আব্দুর রহমান নামের একজন যাচ্ছিলেন মতিঝিলের উদ্দেশ্যে। তিনি বলেন, এভাবে দাবি করলেতো হয় না। তাঁদের দাবির ভ্যালিডিটি দেখছি না। তবে আমাদেরতো দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
জাতীয় জাদুঘরের সামনে দুপুরে আয়োজিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, শিক্ষক ও গবেষক নুরুজ্জামান হীরা সংহতি প্রকাশ করেন।
মান্না বলেন, ‘লড়াই আমাদের সবার। পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি। সরকারি চাকরিতে আবার বয়সসীমা কী? যেকোনো সময় চাকরি পাওয়ার বিষয়ে দেখা দরকার। তবে সরকার স্থিত হতে না পারলে বোধহয় দাবির বিষয়ে বলতে পারবে না।’
আন্দোলনকারী রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১২ বছর যাবৎ এ আন্দোলন করে আসছি। আমাদের দাবি সরকার শুনছে না। আমরা এখন (সন্ধ্যা) সচিবালয়ে যাচ্ছি। সেখানে উপদেষ্টাদের কাছে দাবি পৌঁছাব। আমাদের কথা না শুনলে আমরা কঠোর কর্মসূচি দিয়ে দাবি মানতে বাধ্য করব।’
যানজট ও দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি সাহাব উদ্দিন শাকিল বলেন, ‘দুপুরের দিকে জাদুঘরের সামনে একদল সমাবেশ করে। পরে দেখা যায়, তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করেছি। জনদুর্ভোগের বিষয়ে বলেছি। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে বিকল্প ব্যবস্থার জন্য কাজ করছে।’
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন তাঁরা। পরে সন্ধ্যায় মিছিল নিয়ে সচিবালয়ে যান।
অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এতে রাস্তায় বের হওয়া মানুষেরা দুর্ভোগে পড়েন।
শাহবাগে ঘুরে দেখা যায়, আন্দোলনকারীরা হাতে হাত ধরে মানব ব্যারিকেড তৈরি করে সবগুলো পথ বন্ধ রাখেন। ফলে কাঁটাবন থেকে মৎসভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলামোটর অভিমুখে যান চলাচল ব্যাহত হয়। শাহবাগ মোড় অবরোধের ফলে সাধারণ মানুষ গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা হন।
জামাল হোসেন, একজন ষাটোর্ধ্ব বয়সের লোক হেঁটে যাচ্ছেন কাঁটাবনের দিকে। আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অবরোধের ফলে যানজট তৈরি হয়েছে। আমারতো সায়েন্স ল্যাব পৌঁছাতে হবে।’
আব্দুর রহমান নামের একজন যাচ্ছিলেন মতিঝিলের উদ্দেশ্যে। তিনি বলেন, এভাবে দাবি করলেতো হয় না। তাঁদের দাবির ভ্যালিডিটি দেখছি না। তবে আমাদেরতো দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
জাতীয় জাদুঘরের সামনে দুপুরে আয়োজিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, শিক্ষক ও গবেষক নুরুজ্জামান হীরা সংহতি প্রকাশ করেন।
মান্না বলেন, ‘লড়াই আমাদের সবার। পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি। সরকারি চাকরিতে আবার বয়সসীমা কী? যেকোনো সময় চাকরি পাওয়ার বিষয়ে দেখা দরকার। তবে সরকার স্থিত হতে না পারলে বোধহয় দাবির বিষয়ে বলতে পারবে না।’
আন্দোলনকারী রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১২ বছর যাবৎ এ আন্দোলন করে আসছি। আমাদের দাবি সরকার শুনছে না। আমরা এখন (সন্ধ্যা) সচিবালয়ে যাচ্ছি। সেখানে উপদেষ্টাদের কাছে দাবি পৌঁছাব। আমাদের কথা না শুনলে আমরা কঠোর কর্মসূচি দিয়ে দাবি মানতে বাধ্য করব।’
যানজট ও দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি সাহাব উদ্দিন শাকিল বলেন, ‘দুপুরের দিকে জাদুঘরের সামনে একদল সমাবেশ করে। পরে দেখা যায়, তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করেছি। জনদুর্ভোগের বিষয়ে বলেছি। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে বিকল্প ব্যবস্থার জন্য কাজ করছে।’
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সভা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এর মধ্যে একটি ককটেল সভাস্থলের বাইরে বিস্ফোরিত হয়। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
৫ মিনিট আগেআনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালীর সেনবাগ ও সদরের দত্তেরহাট শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী কার্যালয়ের একটি দল। এ সময় তারা ওই কার্যালয়ের বিভিন্ন নথিপত্র যাচাই করে।
৩৫ মিনিট আগেপিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামের এক চা-দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার (৭০) উপজেলার মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের বাসিন্দা
১ ঘণ্টা আগেএনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চায়—হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে। তবে জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হওয়ার জন্য এনসিপি রাজনীতি করছে না।
১ ঘণ্টা আগে