Ajker Patrika

‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৮: ৫৮
‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই

রহস্য-রোমাঞ্চ উপন্যাসের চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই। বুধবার বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পুত্রবধু মাসুমা মায়মুর তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। 

পুত্রবধূ মাসুমা মায়মুর এক ফেসবুক স্ট্যাটাসে জানান, কাজী আনোয়ার হোসেন একবার ব্রেইন স্ট্রোক, একবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। গত বছরের ৩১ অক্টোবর প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে তাঁর। এরপর বেশ কয়েক দফা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 

গত ১০ জানুয়ারি থেকেই কাজী আনোয়ার হোসেন হাসপাতালে ভর্তি ছিলেন বলেও জানিয়েছেন মাসুমা মায়মুর। 

প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন আজকের পত্রিকাকে জানান, তাঁর বোন জামাই কাজী আনোয়ার হোসেন ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় এক মাস যাবৎ বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি মারা যান।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত