Ajker Patrika

শ্রমিক দল কর্মী হত্যা: শেখ হাসিনাসহ ২৩৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে গুলিতে শ্রমিক দল কর্মী আব্দুল হান্নানের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এই মামলা করা হয়। আজ মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য জানা যায়। 

নিহত শ্রমিক দল কর্মী আব্দুল হান্নানের শ্যালক দিপুকুল ইসলাম দীপু মামলাটি করেন। আদালত যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। 

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল ও শামীম ওসমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি আশিস কুমার দাস ও সহ-সম্পাদক রায়হান আহমেদ রিমেল। 

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিতে মারা যান শ্রমিক দল কর্মী আব্দুল হান্নান। পরে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে গুলি করে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত