Ajker Patrika

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৮: ২৬
দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ছবি: আজকের পত্রিকা
দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারিতে আহত অন্তত ১০ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। আহতদের মধ্যে দুই কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন—ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব (১৮), সিয়াম (১৭), রাজীন (১৮), সাফাত (১৮), আবিদ (২২), নিলয় (২৫), তানভির ইসলাম তুহিদ (২৪) সিয়াম। সিটি কলেজের শামীম (১৮)। এছাড়া আহত হয়েছেন পথচারী মো. সানি (৩২)।

ঢাকা কলেজের আহত এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজের শিক্ষার্থীকে মারধর করে। তারই জেরে আজ এই ঘটনা ঘটে থাকতে পারে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘দুপুর থেকে বিকেল পর্যন্ত ১০ জনের মতো শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছিল। তাদের সবাই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারও অবস্থা গুরুতর নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত