Ajker Patrika

মেট্রোরেলের ১৬ স্টেশনেই যাত্রী ওঠানামা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ২০: ৩১
মেট্রোরেলের ১৬ স্টেশনেই যাত্রী ওঠানামা শুরু

চলতি বছরের শেষ দিন আজ রোববার খুলে দেওয়া হয়েছে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। আর এতে চালু হওয়ার এক বছর দুই দিনের মাথায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের সবগুলোতেই যাত্রী ওঠানামার জন্য থেমেছিল মেট্রোরেল। 

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, আজ আগারগাঁও থেকে মতিঝিল অংশে বাকি দুই স্টেশন খুলে দেওয়া হবে। 

এদিকে ১৬টি স্টেশন চালু হলেও সময়ের কোনো পরিবর্তন হয়নি। আগের যে সময়সূচি; সে অনুযায়ী মতিঝিল পর্যন্ত চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রাত সাড়ে ৮টা। শিক্ষার্থী ও চাকরিজীবীদের সুবিধার্থে উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭টা ২০ মিনিটে দুটি মেট্রো ট্রেন চলাচল করে। 

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের তথ্যমতে, আগামী বছর মার্চের মধ্যে পুরো পথে সময় মিলিয়ে আনা হবে। তখন সকাল-বিকেল উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে।

বর্তমানে দিনে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করে। এর আগে ১৩ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হয়। মেট্রোরেলের বর্তমান স্টেশনগুলো হলো উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর। 

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর গত ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। তবে প্রস্তুত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কারওয়ান বাজার, শাহবাগ ও বিজয় সরণিসহ কয়েকটি স্টেশন চালু হতে সময় লাগে। তবে আজ বাকি দুই স্টেশন চালু হওয়ার মাধ্যমে সব কটি স্টেশন সচল হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত